নিজস্ব প্রতিবেদন : নাবালিকার বিয়ে রুখল 'কন্যাশ্রী'। কাটোয়ার নওয়া পাড়া গ্রামের দশম শ্রেণির ছাত্রীর বিয়ে ঠিক করেছিল পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন কাটোয়ার মহকুমা শাসক সৌমেন পাল। কাটোয়া প্রশাসনের উদ্যোগে শেষ পর্যন্ত বিয়ে রোখা গেল সেই নাবালিকার।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের জাগেশ্বরডিহী গ্রামের যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল দাইহাট বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর। খবর পেয়েই বুধবার ছাত্রীর বাড়িতে গিয়ে উপস্থিত হন কাটোয়ার মহকুমা শাসক সৌমেন পাল। তাঁর সঙ্গেই ওই ছাত্রীর বাড়িতে যান চাইল্ড লাইন অফিসার সুচেতনা ভট্টাচার্য, চাইল্ড লাইনের প্রতিনিধি ভিক্টর চক্রবর্তী, কাটোয়ার কন্যাশ্রী নোডাল অফিসার শ্যামলকান্তি দাস, কন্যাশ্রী প্রকল্পের সাব-ডিভিশনাল ডেটা ম্যানেজার প্রসূন বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন, '৩ ঘণ্টা লিখতে গিয়ে ৩ দিন'! ডাক্তারবাবুর নিদানে না খেয়ে দুর্বল বৃদ্ধা


পেশায় কৃষিজীবী ছাত্রীর বাবাকে কন্যাশ্রী প্রকল্পের গুরুত্ব বোঝান আধিকারিকগণ। এরপরই আশ্বস্ত ছাত্রীর বাবা মেয়ের বিয়ে বন্ধ করতে রাজি হন।