ওয়েব ডেস্ক : হাসপাতালে ভর্তি হয়েও নিস্তার নেই। আরও একপ্রস্থ গঞ্জনার শিকার কাটোয়ার নির্যাতিতা। যন্ত্রণায় আত্মহত্যার হুঁশিয়ারি নির্যাতিতার। তাঁর অভিযোগ, হাসপাতালে চিকিত্‍সার জন্যেও তাকে গঞ্জনা সহ্য করতে হয়েছে চিকিত্‍সকের। অভিযোগ, চিকিত্‍সক তাপস সরকার হাসপাতালের চিকিত্‍সা পরিষেবা নেওয়ার জন্য তাঁকে ব্যঙ্গ করেন। আজ হাসপাতাল ছেড়ে থানায় যান ওই মহিলা। যদিও চিকিত্সকের বিরুদ্ধে তিনি কোনও অভিযোগ জানাননি। পুলিসের ওপর তাঁর আস্থা রয়েছে বলে জানিয়েছেন ওই নির্যাতিতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, শরীরে পোড়া দাগ থাকায় শ্বশুরবাড়িতে নববধূকে চুড়ান্ত শারীরিক নির্যাতন করা হয়। বাড়িতে ঢুকতেই দেওয়া হল না তাঁকে। এখানেই শেষ নয়। অভিযোগ, এরপর বাড়ির সামনেই মারধর করে অর্ধনগ্ন অবস্থায় ফেলে দেওয়া হয় তরুণীকে।


আরও পড়ুন- গায়ে পোড়া দাগ, নববধূকে মারধর করে শ্বশুরবাড়িতেই ঢুকতে দেওয়া হল না