সন্দীপ ঘোষ চৌধুরী: তাঁতের শাড়িতে এবার প্রধানমন্ত্রীর ছবি ফুটিয়ে তুললেন কাটোয়ার জগদানন্দপুরের তাঁতশিল্পী জগবন্ধু দালাল। কয়েক মাস আগে তাঁতশিল্পী জগবন্ধু একটি তাঁতের শাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি ফুটিয়ে তুলে রাজ্যের মুখ্যমন্ত্রীর নজর কেড়েছিলেন। মুখ্যমন্ত্রীর ছবি সহ শাড়িটি রাজ্য ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের আধিকারিকদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিয়েছিলেন জগবন্ধু দালাল নিজে। এবার প্রধানমন্ত্রীর ছবি সহ শাড়িটিও নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার স্বপ্ন দেখছেন জগবন্ধু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাঁত বিমুখ বাংলার মানুষকে ফের তাঁত শাড়ির উপর আগ্রহ বাড়ানোর উদ্দেশ্য নিয়েই জগবন্ধুর শিল্পকর্ম করছেন। কোনও প্রথাগত শিক্ষা ছাড়া শাড়িতে কখনও মুখ্যমন্ত্রী তো কখনও বিদ্যাসাগর এখন আবার প্রধানমন্ত্রীর প্রতিকৃতি অনায়াসে ফুটিয়ে তুলছেন বছর চল্লিশের জগবন্ধু। তাঁত কাপড়ের উপর শান-মাকু চালিয়ে সুতোর সূক্ষ্ম শিল্পকর্মে মনীষী সহ সেলিব্রেটিদের ছবি ফুটিয়ে তোলার আনন্দ-ই আলাদা। তাঁতশিল্পকে ভালোবেসেই এই সব শিল্পকর্ম করা। তাছাড়া উদ্দেশ্য মানুষের মধ্যে তাঁত কাপড়ের চাহিদা বাড়ানো। এমনই দাবি করেছেন জগবন্ধু দালাল।


কাটোয়ার জগদানন্দপুর তাঁত অধ্যুষিত এলাকা। যন্ত্রচালিত তাঁতের কোপে পড়ে হস্তচালিত তাঁত কাপড়ের চাহিদা কমতে শুরু করায় এলাকার বহু তাঁতশিল্পী জীবন বাঁচাতে নিজেরদের পেশা ছেড়ে অন্য পেশায় চলে গিয়েছেন। এলাকার সেইসব শিল্পীরা যাতে ফের তাঁত শিল্পে ফিরে আসেন, তারই চেষ্টা চালাচ্ছেন জগবন্ধু দালাল। এই তাঁতের শাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৪২ ইঞ্চির পূর্ণাবয়ব ছবি সহ দেশের নানান প্রকল্পের নাম তুলে ধরা হয়েছে। A থেকে Z পর্যন্ত সব প্রকল্পের নাম লেখা হয়েছে। ১৫০ কাউন্ট খাদি এবং ৮০ কাউন্ট সুতো দিয়ে ৭ মিটার দীর্ঘ এই শাড়ি তৈরি করতে সময় লেগেছে ৮০ দিন।


এই শাড়ি বুনতে স্ত্রী প্রতিমা দালাল, মা অনিমা দালাল এবং বাবা গণপতি দালাল সাহায্য করেছেন বলে জানান তাঁতশিল্পী জগবন্ধু দালাল। স্ত্রী প্রতিমা দালাল বলেন, "আমার স্বামীর কাপড়ের উপর এই শিল্পকর্ম তৈরি আমাদের ভালো লাগে। বাংলার মানুষ যদি এইসব শিল্পকর্ম দেখে তাঁতের কাপড় কেনাতে আগ্রহ বাড়ায়, তাহলে আমাদের উপকার হবে। তাঁত কাপড়ের গৌরব বৃদ্ধি পেলে আমাদের সংসার চলবে।" এখন তাঁতে মাকু ঢুকিয়ে জগবন্ধুর প্রাচীন শিল্প বাঁচানোর লড়াই কতটা সফল হবে, সেটা অবশ্য সময়ই বলবে।


আরও পড়ুন, Cyber Crime: ব্যাংক KYC-র নামে OTP চাইলে সাবধান! ফের সিউড়িতে মোটা টাকা প্রতারিত ব্যবসায়ী...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)