ওয়েব ডেস্ক: পাহাড়ে আজ থেকে শুরু মোর্চার আন্দোলন। সর্বাত্মক বনধ ডাকা হয়নি। টার্গেট করা হয়েছে রাজস্বের স্রোতগুলিকে। আজ থেকে সরকারি অফিস এবং ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ রাখার চেষ্টা করবে মোর্চা সমর্থকরা। পিকেটিং করা হবে সংশ্লিষ্ট দফতরগুলির সামনে। মোর্চার তরফে জানানো হয়েছে, সরকারি কর্মীদের কাজে যোগ না দিতে অনুরোধ করবে তারা। পিকেটিংয়ে সামনে রাখা হবে নারী মোর্চাকে। আন্দোলনের নেতৃত্ব দেবেন বিমল গুরুংয়ের স্ত্রী আশা গুরুং। পাতলেবাসের বাড়ি বা সিংমারির পার্টি অফিসে বসে পুরো পরিস্থিতির দিকে নজর রাখবেন বিমল গুরুং। আজই শিলিগুড়ি যাচ্ছেন দার্জিলিংয়ের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। তাঁর সঙ্গে দেখা করতে পারেন মোর্চার নেতারা। (আরও পড়ুন-মোর্চার আন্দোলনের মোকাবিলায় তৈরি হচ্ছে তৃণমূল)