নিজস্ব প্রতিবেদন : খাগড়াগড় কাণ্ডের মাস্টারমাইন্ড কওসর আলি। সেই কওসর আলিকে নিজেদের হেফাজতে পেল কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, আমি পদ চাই না, মানুষের সেবা করে যেতে চাই, পুরুলিয়ায় বললেন মমতা


মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় কওসরকে। খাগড়াগড় কাণ্ডের অন্যতম মূল চক্রীকে ১৪ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ২০১৭ সালে বিস্ফোরণে কেঁপে ওঠে বর্ধমানের খাগড়াগড়। তদন্তে নেমে ফাঁস হয় বড়সড় নাশকতার ছক। ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত একের পর এক জঙ্গির নাম উঠে আসে তদন্তকারী অফিসারদের হাতে। তদন্তের দায়িত্বভার নেয় এনআইএ।


আরও পড়ুন, প্রতি বছর ফায়ার অডিট না করলে বাতিল হতে পারে লাইসেন্স, আসছে বিল


এরপর চলতি বছর অগাস্ট মাসে কর্ণাটক থেকে কওসরকে গ্রেফতার করে এনআইএ। তারপর এই প্রথম খাগড়াগড় কাণ্ডের মাস্টারমাইন্ড কওসর আলিকে নিজেদের হেফাজতে পেল কলকাতা পুলিস। কওসরকে জেরা করে অনেক তথ্য উঠে আসবে বলে মনে করছেন গোয়েন্দারা।