নিজস্ব প্রতিবেদন: কোনও মন্ত্রী নন। বিধায়কও নন অথচ তাঁর কথা মুখে মুখে ঘোরে। কখনও কখনও বিতর্ক তৈরি করেছে তার 'চড়াম চড়াম', 'গুড় বাতাসা' মন্তব্য করে। রাজ্য রাজনীতির বর্ণময় চরিত্র বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁকে নিয়েই এবার প্রকাশিত হল বই। নামও খুব পরিচিত-'খেলা হবে'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বরাবরই নিজের মতোই থাকেন। অনেক সময়েই বেফাঁস মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছেন অনুব্রত। খোদ মুখ্যমন্ত্রী বলেছেন, কেস্টোর(অনুব্রত) মাথায় অক্সিজেন একটু কম যায়। বিধানসভা নির্বাচনের আগে তিনি স্লোগান তৈরি করেছিলেন, খেলা হবে। সেই স্লোগান এখন তৃণমূল সমর্থক তো বটেই শোনা যায় খোদ মুখ্যমন্ত্রীর মুখে। সেই অনুব্রতর ব্যক্তি-রাজনৈতিক জীবন নিয়ে বই লিখেছেন চন্দ্র বন্দ্যোপাধ্যায়। নাম দিয়েছেন 'খেলা হবে'। বইয়ের ভূমিকা লিখেছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।


মঙ্গলবার বইটি প্রকাশ করেন ব্রাত্য বসু। ওই বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের সব তৃণমূল বিধায়ক ও নেতারা। অনুষ্ঠানে ব্রাত্য বসু বলেন, অনুব্রত মণ্ডলের মুখে কখনও 'চড়াম চড়াম', কখনও 'নকুলদানা', কখনও 'গুড় বাতাসা' স্লোগান শোনা গিয়েছে। কিন্তু রাজনৈতিক চরিত্রের বাইরে অনুব্রত মণ্ডল একেবারে অন্য মানুষ। যিনি কোনও পথ না নিয়েই শুধুমাত্র মানুষের উপকারের কথা ভেবেছেন। বইটিতে তাঁকে নিয়ে নানান বিবরণ তুলে ধরা হয়েছে।


আরও পড়ুন-বাইরে স্থানীয়দের বিক্ষোভ, আমতায় আনিস খানের বাড়িতে SIT-র তদন্তকারীরা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)