নিজস্ব প্রতিবেদন:  ভাগাড়কাণ্ডে গ্রেফতার অন্যতম কিংপিন। সোনারপুর থেকে বিশু ওরফে বিশ্বনাথ ঘোড়ুইকে গ্রেফতার করল বজবজ থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: জি ২৪ ঘণ্টা এক্সক্লুসিভ: এবার ‘বিষ’ চিংড়িতেও!


জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরেই এই অসাধু কারবারের সঙ্গে যুক্ত ছিল বিশু। বেশ কয়েকটি বরফকল চালাত বিশু। ভাগাড়ের পচা প্রসেসড মাংস বিভিন্ন এলাকায় সরবরাহ করত সে। এই ব্যবসা করে বেশ পুঁজিও করে নিয়েছিল বিশু।


আরও পড়ুন: 'একবারের জন্য দেখা করো...' প্রেমিকাকে ডেকেই জড়িয়ে ধরলেন যুবক, তারপরের দৃশ্য ভাবাও কঠিন


এদিকে, ভাগাড়কাণ্ডে আদালতের দ্বারস্থ হচ্ছেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করতে চলেছেন তিনি। ভাগাড়কাণ্ডে অবিলম্বে পদক্ষেপের দাবি আদালতের দ্বারস্থ তিনি।