LPG Price: পুজোর আগেই ফের মধ্যবিত্তের হেঁশেলে ছেঁকা! দাম বাড়ল রান্নার গ্যাসের
ফের বাড়ল রান্নার গ্যাসের দাম।
নিজস্ব প্রতিবেদন: পুজোর মুখে দুর্ভোগ আরও বাড়িয়ে গৃহস্থের হেঁশেলে আগুন। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ১৫ টাকা বেড়ে কলকাতায় আজ থেকে ১৪.২ কেজি এলপিজি-র দাম হল ৯২৬ টাকা। অন্যদিকে, মাত্র আড়াই টাকা কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। আজ থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ১ হাজার ৮০৩ টাকা।
গত ডিসেম্বর থেকে বিগত প্রায় ১০ মাসে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ধাপে ধাপে প্রায় ৩০০ টাকা বেড়েছে। তেল সংস্থাগুলির দাবি, এলপিজি-র মূল উপাদান প্রোপেন, বিউটেনের দাম বাড়ছে। তাই রান্নার গ্যাসের দামও বাড়ছে পাল্লা দিয়ে। বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় পুজোর বাজারে বাড়তে পারে রেস্তোরাঁয় খাবার খরচ। অন্যদিকে, প্রাকৃতিক গ্যাসের ৬২ শতাংশ দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। যার জেরে সিএনজি-র দামও বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন, Weather Today: মেঘলা আকাশে ভ্যাপসা গরম, মহালয়ার দিনেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রাজ্যে
তবে কলকাতাতে দাম চড়া হলেও দিল্লিতে ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিহীন উভয় গ্যাসের দাম হয়ে দাঁড়াল ৮৯৯ টাকা ৫০ পয়সা। জুলাই থেকেই ধাপে ধাপে দাম বাড়তে থাকে গ্যাসের।
পাশাপাশি পুজোর মুখে ফের পেট্রোল ও ডিজেলের দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ানো হল ২৯ পয়সা। দাম বাড়ানোর ফলে কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৩ টাকা ৬৫ পয়সা হল। ডিজেলের দাম লিটার প্রতি ৩৬ পয়সা বেড়েছে। ডিজেলের নতুন দাম হল লিটারে ৯৪ টাকা ৫৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর-- পরপর তিনদিন বেড়েছিল জ্বালানির দাম।
জ্বালানির দাম বেড়ে চলায় মূল্যবৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে পরিবহণ খরচ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে চাপ বাড়ছে মধ্যবিত্তের।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)