নিজস্ব প্রতিবেদন: পুরসভার হেলথ কেয়ার সেন্টারে যাঁরা চিকিত্সাধীন, সে সমস্ত অসহায়, বয়স্ক এবং দরিদ্র রোগীদের বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দেবে কলকাতা পুরসভা। ডায়াবেটিস, হাইপারটেনশন,সিওপিডি, অ্যাজমা, টিবি রোগে আক্রান্ত এমন মানুষদের বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দেবে পুর কর্তৃপক্ষ। চিকিত্সাধীন, অথচ যাঁরা শারীরিক কারণে স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারছেন না, তাঁদের জন্য এই ব্যবস্থা। এ ক্ষেত্রে নাম, বয়স, বাড়ির ঠিকানা এবং নিজের বা প্রতিবেশীর কারও ফোন নম্বর লিখে মেল করতে হবে পুরকর্তৃপক্ষকে। তবেই পুর কর্তৃপক্ষের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হবে ওষুধ। যাঁরা অন্য জায়গায় চিকিত্সাধীন, এমন কেউ যদি মেইল করেন, তাঁদের ক্ষেত্রে বিষয়টি বিবেচনাধীন বলে জানানো হয়েছে পুরকর্তৃপক্ষের পক্ষ থেকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: চিঁড়ে-মুড়ি থেকে বিরিয়ানি-ওষুধ, লকডাউনে সবার হাতে খাবার তুলে দিল 'মানবিক' পুলিস


লকডাউনে গোটা দেশ। করোনাকে রুখতে ঘর থেকে বেরনোর উপর রয়েছে নিষেধাজ্ঞা। কেউ নিয়ম ভাঙলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ রয়েছে প্রশাসনের। এই পরিস্থিতিতে লকডাউনের প্রথম দিনগুলোতে পুলিসকে লাঠি হাতে রাস্তায় নামতে দেখা গিয়েছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, বিভিন্ন জায়গায় পুলিসকে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে দেখা গিয়েছে পুলিসকে, এগিয়ে এসেছেন সাধারণ মানুষও। প্রশাসন তো রয়েছেই। এবার সেই তালিকায় নয়া উদ্য়োগ নিল কলকাতা পুরসভা।