মনোজ মণ্ডল: দিন দুয়েক আগে আস্তানা বদলেও লাভ হল না। কলকাতা পুলিসের হাতে গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত মনোজ গুপ্ত। ঠাকুরপুকুর থানা এলাকার বাসিন্দা হলেও দুদিন আগে উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকার এক ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তিনি। শনিবার মধ্যরাতে সেই বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রোজ মৃত্যু হয় ৩০ জনের! ভয়ংকর এই জলপথ দিয়েই আসেন পরিযায়ীরা...


জাল পাসপোর্ট মামলার তদন্তে ইতিমধ্যে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে লালবাজার। পুলিসের সন্দেহ, ভুয়ো নথিপত্রের মাধ্যমে জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে একটি চক্র। ওই মামলার তদন্তে কলকাতা এবং শহরতলির বেশ কিছু অঞ্চলে হানা দেয় পুলিসের দল। মাস দুয়েক আগে ভবানীপুর থানায় একটি পাসপোর্ট জালিয়াতির অভিযোগ হয়। সেই মামলার সূত্র ধরেই শনিবার মনোজকে গ্রেফতার করে পুলিস।


ধৃত মনোজ গুপ্ত গাইঘাটা থানা এলাকার চাঁদপাড়ার যে বাড়ি থেকে গ্রেফতার হয়েছে সেখানে দুদিন আগে এসেছিল । এক মহিলার কাছে আশ্রয় নিয়েছিল । ওই মহিলার দাবি তিনি মনোজ গুপ্তকে চেনেন না । তার এক ভাই মনোজ গুপ্তাকে দুদিন আশ্রয় দেবার জন্য বলেছিল । মহিলাকে বলা হয়েছিল তার পরিবারের অশান্তি চলছে সেই কারণে তাকে আশ্রয় দিতে বলা হয়েছিল ।


মনোজের বাড়ি ঠাকুরপুকুর থানার শীলপাড়া এলাকায়। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের তদন্তে উঠে আসে তাঁর নাম। তবে তাঁর নাগাল পাচ্ছিল না পুলিস। মনোজের সন্ধানে বিভিন্ন জায়গায় হানাও দেন তদন্তকারীরা। অবশেষে তাঁকে পাকড়াও করেন তাঁরা। গাইঘাটার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ধরা হয় তাঁকে। পুলিস জানিয়েছে, জাল নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির যে চক্র মাথাচাড়া দিয়েছে, তার অন্যতম মাথা ওই মনোজ। রবিবারই তাঁকে আদালতে হাজির করানো হবে।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)