তথাগত চক্রবর্তী: শারীরিক সম্পর্কের টোপ। আর সেই টোপ দিয়েই কুলতুলির (Kultali) এক ব্যক্তিকে অপহরণ (Kidnap)। অভিযোগ এমনই। এখানেই শেষ নয়। ওই ব্যক্তির কাছ থেকে ৩ লক্ষ টাকা মুক্তিপণও দাবি করে অভিযুক্তরা। এই ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে শুধু একা ওই মহিলা নন। চক্রে জড়িত আরও অনেকে। তবে বাকি অভিযুক্তরা পলাতক। কুলতুলির বাসিন্দা ওই ব্যক্তি পেশায় একজন অটোচালক। অভিযোগ, ধৃত মহিলাই তাঁকে শারীরিক সম্পর্কের টোপ দেন। সেই মত বুধবার দুপুরে বারুইপুর কোর্টের সামনে দেখা করেন দুজনে। এরপরই আগ্নেয়াস্ত্র দেখিয়ে, ভয় দেখিয়ে ওই ব্যক্তিকে অপহরণ করে দুষ্কৃতীরা।


এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন অপহৃতের দাদা। ঘটনার তদন্তে নেমে অপহৃত ওই ব্যক্তিকে বারুইপুরের শঙ্করপুর এলাকা থেকে উদ্ধার করে পুলিস। সেইসঙ্গে গ্রেফতার করে অভিযুক্ত মহিলাকে। যদিও বাকি অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিস। 


আরও পড়ুন, Paresh Adhikari: মন্ত্রীকন্যার নাম তালিকায়, তাই তৈরি শূন্যপদ! সিবিআই-এর হাতে নথি তুলে দিলেন ববিতা সরকার


Singer KK Death: কেকে'র মৃত্যুতে শাহকে চিঠি সাংসদ সৌমিত্রর, জানালেন গুরুতর অভিযোগ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)