প্রসেনজিত্ মালাকার: নার্সিং হোমে সদ্যোজাত পাচার চক্রের রমরমা। অপারেশন থিয়েটারের ২ টেকনিসিয়ান-সহ ৮ জনকে গ্রেপ্তার করল লাভপুর থানার পুলিস। মাত্র ২০ হাজার টাকায় সদ্যোজাতকে বিক্রি করে দিয়ে ধরা পড়ে পাচারকারীরা৷ বোলপুরের একটি নার্সিংহোম থেকে এভাবেই প্রায়ই শিশু পাচার হতো। প্রাথমিক তদন্তে এমনই তথ্য পেয়েছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ভূমিকম্পে কেঁপে উঠল অসম-মেঘালয়, কম্পন টের পেল কোচবিহার থেকে মালদহ


লাভপুরের বাসিন্দা এক প্রসূতিকে গত ২০ সেপ্টেম্বর বোলপুর মহকুমা হাসপাতালের সন্নিকটে ওই নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল৷ সেদিনই একটি শিশুর জন্ম দেন ওই মহিলা। পুলিস সূত্রে জানা গিয়েছে, অপারেশন থিয়েটার থেকেই সদ্যোজাতকে মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়। লাভপুরের কীর্ণাহারে বিক্রি করা হয় সদ্যোজাতকে। পরে ফের ৭৫ হাজার টাকায় ওই সদ্যোজাতকে বিক্রি করা হয় অন্য একজনকে৷


এদিকে, বিষয়টি সূত্র মারফৎ জানতে পেরে তদন্তে নামে লাভপুর থানার পুলিস। তদন্তের পর ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন হেমন্ত মাজি ও স্বরূপ দাঁ নার্সিংহোমের অপারেশন থিয়েটারের টেকনিসিয়ান ৷ প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে নার্সিংহোমের এই ২ কর্মীর প্রত্যক্ষ যোগে রমরমিয়ে চলত শিশু পাচার৷ অপারেশন থিয়েটারে শিশু জন্মানোর পরেই সুযোগ বুঝে দরদাম ঠিক হয়ে যেত। কখনও পরিবারকে রাজি করিয়ে চলত শিশু পাচার। কখনও সন্তান জীবিত নেই বলেও পাচার করে দেওয়া হত শিশুকে৷


ধৃতদের এদিন বোলপুর মহকুমা আদালতে তোলা হয়৷ বিচারক তাদের ৭ দিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন। ঘটনার পর থেকে নার্সিংহোমের অফিসে তালা, নেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাও। কর্তৃপক্ষের তরফে একজন ছিল। তাঁকে প্রশ্ন করা হলে তিনি মুখ লুকিয়ে পালিয়ে যান৷


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)