নিজস্ব প্রতিবেদন : পথ দুর্ঘটনায় বাইক আরোহী তরুণীর মৃত্যুকে ঘিরে উত্তেজলা ছড়াল জলপাইগুড়ি শহরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হল র‍্যাফ। এদিকে পুলিসের বিরুদ্ধে পাল্টা লাঠিচার্জের অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জলপাইগুড়ি শহরের সঞ্জয় নগর কলোনির বাসিন্দা ঝুমি মণ্ডল। জানা গেছে, বছর আঠেরোর ঝুমি এদিন বিকালে হোলি উপলক্ষে দাদা-বৌদি, ভাই ও জামাইবাবুর সঙ্গে বাইকে করে দোহমনী এলাকায় পিসির বাড়ি যাচ্ছিলেন। সেইসময়ই বজ্রাপাড়া এলাকায় রাস্তার উল্টোদিক থেকে আসা একটি স্কুটি তাদের মোটরবাইকটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঝুমির। গুরুতর জখম ঝুমির জামাইবাবু চন্দন মুখিয়াকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।


আরও পড়ুন, বন্ধ ঘরে ২ দিন ধরে দিদির দেহ আগলে বসে রইল ৩ বোন!


অভিযোগ, হাসপাতালে বাড়ির লোক আহতদের দেখতে গেলে পুলিস মৃত তরুণীর দাদাকে মারধর করে। এমনকি লাঠিচার্জও করা হয়। এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও পুলিসের তরফে লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করা হয়েছে।