সোমা মাইতি: ব্যবধান মাস খানেকের। উপনির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরই সাগরদিঘিতে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার! কেন? বিডিও অফিসের সামনে ধরনায় বসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রের বিধায়ক ছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত। কিন্তু তাঁর মৃত্যুর পর এই কেন্দ্রটি হাতছা়ড়া হয় তৃণমূলের। কীভাবে? উপনির্বাচনে  ২২ হাজারেরও বেশি ভোটে জিতেছেন বাম-কংগ্রেস জোটপ্রার্থী বায়রন বিশ্বাস।


আরও পড়ুন: Nadia: নিম্নমানের কাজের অভিযোগ, পথশ্রী প্রকল্পের রাস্তার কাজে বাধা গ্রামবাসীদের


কংগ্রেসের অভিযোগ, উপনির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সাগরদিঘিতে বন্ধ হয়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার! একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের কাছে একাধিকবার দরবার করেও কোনও লাভ হয়নি। তাহলে? এদিন সাগরদিঘিতে বিডিও অফিসে সামনের ধরনা বসেন অধীর চৌধুরী। তৃণমূলের তরফে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি।



এদিকে সাগরদিঘিতে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গিয়েছে, এমনটা মানতে নারাজ প্রশাসন। তাদের বক্তব্য, বিশেষ কোনও কারণে হয়তো সাগরদিঘিতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসতে দেরি হচ্ছে। উপভোক্তারা সকলেই টাকা পেয়ে যাবেন। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)