নিজস্ব প্রতিবেদন: কয়লাকাণ্ডে আজই গ্রেফতারির মুখে পড়তে পারেন অনুপ মাঝি ওরফে লালা। সুপ্রিম কোর্টে আজ লালার আবেদনের শুনানি। গ্রেফতারি স্থগিতাদেশ না বাড়লে আজই লালাকে গ্রেফতার করবে সিবিআই। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, তদন্তে সহযোগিতা করছেন না লালা। সুপ্রিম কোর্টে আজ এই অভিযোগের ভিত্তিতেই লালাকে হেফাজতে চাইতে চলেছে সিবিআই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, কয়লাকাণ্ডে অনুপ মাঝি (Anup Majhi) ওরফে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেকরটের (ED)। ৫ এপ্রিল সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে নিজাম প্যালেসে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এনিয়ে তৃতীয়বার সিবিআইয়ের জেরার মুখে অনুপ মাঝি। কোন কোন প্রভাবশালীদের কাছে কয়লা পাচারের টাকা যেত, তা লালার কাছে জানতে চায় সিবিআই।


আরও পড়ুন: মমতার প্রচারে নিষেধাজ্ঞা, প্রতিবাদে কালো ব্যাজ পরে পথে বুদ্ধিজীবিরা


অনুপ মাঝিকে ৬ এপ্রিল পর্যন্ত গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ তখনও পর্যন্ত রক্ষাকবচ বলবৎ রয়েছে। সিবিআই সূত্রে খবর, জেরায় সহযোগিতা করছেন না অনুপ মাঝি (Anup Majhi) ওরফে লালা। সে কারণে সুপ্রিম কোর্টে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন করা হবে। কয়লা পাচারে টাকা লেনদেনের বিষয়টি তদন্ত করছে ইডি।