বিক্রম দাস: লালন শেখ মৃত্যুর ঘটনায় এবার CID-র নোটিস। CBI-এর তদন্তকারী অফিসারকে তলব করে নোটিস পাঠাল সিআইডি। এবার কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিককে তলব রাজ্যের গোয়েন্দা সংস্থার। রবিবারই লালন শেখের মৃত্যুর ঘটনায় সিবিআই-কে চিঠি পাঠাল সিআইডি। জানতে চাওয়া হল, হেফাজতে থাকাকালীন কীভাবে লালনের মৃত্যু হল। লালন শেখের মৃত্যু কী ভাবে হল, সিবিআই হেফাজতে লালন শেখের শারীরিক ও মানসিক অবস্থা কী ছিল, তা নিয়েই জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে সিআইডি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Basirhat: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব! বাংলার নাবালিকাকে বিহারে বিক্রির অভিযোগ


গত ২১ মার্চ বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে খুন হন প্রাক্তন তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। এরপর রাতে আগুন লাগিয়ে দেওয়া হয় গ্রামের বেশ কয়েকটি বাড়িতে। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান ৭ জন। ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন লালন শেখ। সিবিআই হেফাজতে কীভাবে মৃত্যু? ৭ জনের বিরুদ্ধে এফআইআর করেছে বীরভূমের রামপুরহাট থানার পুলিস। অভিযুক্তরা সকলেই সিবিআই আধিকারিকরা। বাদ যাননি ডিআইজি, এসপি, এমনকী গোরুপাচারকাণ্ডের তদন্তকারীর অফিসার। 


পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। লালন মামলায় সিবিআইকে 'রক্ষাকবচ' দিয়েছিল আদালত। 'সিবিআই আধিকারিকদের কড়া পদক্ষেপ নয়', নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, 'তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে সিআইডি। বয়ান রেকর্ড-সহ তদন্ত প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করতে হবে'। প্রসঙ্গত, 
 বগটুই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয় অস্থায়ী সিবিআই ক্যাম্পের ভিতর। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)