নিজস্ব প্রতিবেদন : প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। একদিকে যখন লিস নদীর বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে মালবাজার মহকুমার সাউগাঁও বস্তিতে, অন্যদিকে ঠিক সেইসময়ই ধসে বিধ্বস্ত সড়ক যোগাযোগ। বৃষ্টির জেরে ব্যাহত ডুয়ার্স রুটে ট্রেন চলাচলও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বৃষ্টিতে ধস নেমেছে সেবকের কাছে কালিঝোরায়। সেবক কালীবাড়ির কাছে দুই জায়গায় ধস নেমেছে বলে জানা গিয়েছে। এর জেরে বিপর্যস্ত সড়ক যোগাযোগ। শিলিগুড়ি- সিকিম ও শিলিগুড়ি-ডুয়ার্স রুটে বন্ধ যান চলাচল। রাস্তায় আটকে পড়েছে কয়েকশো গাড়ি। অন্যদিকে, মালবাজারের ওদলাবাড়িতে ঘিস নদী এলাকায় আন্ডার পাসের পিলার সরে যাওয়ায় ডুয়ার্স রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। প্রচণ্ড বৃষ্টিতে নদীর জল জল বেড়ে যাওয়াতেই এই বিপত্তি।


সারা রাত ধরে বৃষ্টি হয়েছে কোচবিহারেও। রাতভর টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা তুফানগঞ্জ মহকুমার। প্রবল বৃষ্টিতে রায়ডাক, কালজানি ও গদাধর নদীতে জল বাড়ছে। ফুলে ফেঁপে উঠেছে নদীগুলো। উপরে তিস্তাতেও আজ সকালে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। জল বাড়ছে তোর্সা সহ একাধিক নদীতে।


গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ-


১) জলপাইগুড়ি- ১১.৫০ মিলিমিটার


২) আলিপুরদুয়ার - ৩৮.২০ মিলিমিটার


৩) কোচবিহার - ২৮.৮০ মিলিমিটার


৪) শিলিগুড়ি - ৫৭.০০ মিলিমিটার


৫) মালবাজার - ১৪২.২০ মিলিমিটার


৬) হাসিমারা - ১১৩.০০ মিলিমিটার


৭) বানারহাট - ১৩৭.০০ মিলিমিটার


৮) মাথাভাঙা - ১৮.২০ মিলিমিটার


৯) তুফানগঞ্জ - ৪৭.৪০ মিলিমিটার


১০) ময়নাগুড়ি - ৩৫.০০ মিলিমিটার


আরও পড়ুন, প্রবল বৃষ্টিতে লিস নদীর বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে গ্রামে