নিজস্ব প্রতিবেদন: প্রবল বৃষ্টিতে বৃহস্পতিবার রাতে ধস নামল দার্জিলিংয়ে। ধস নামল কার্শিয়াংয়ের তিনধরিয়ার ৫৫ নম্বর জাতীয় সড়কে। এর ফলে বন্ধ হয়ে গিয়েছে দার্জিলিং-শিলিগুড়ি যোগাযোগ ব্যবস্থা। দুর্ভোগে সাধারণ মানুষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয়দের বক্তব্য, গতকাল সন্ধ্যে থেকেই ওই এলাকায় প্রবল বৃষ্টি হয়। আজ সকাল পর্যন্ত সেই বৃষ্টি চলে। কার্শিয়াংয়ের তিনধারিয়া এলাকা এমনকিতেই ধসপ্রবণ স্থান। বৃষ্টির কারণেই এই ধসের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, সম্প্রতি ১২-১৩ বছর পর ৫৫ নম্বর জাতীয় সড়ক সাড়ানো হয়েছিল। ফলে সুবিধা হয়েছিল স্থানীয়দের। তবে আজকের এই ধসে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে দার্জিলিং-শিলিগুড়ি যোগাযোগ ব্যবস্থা। বন্ধ টয়ট্রেন পরিষেবাও। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। রুটিরুজির টানে যাঁদের ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন, তাঁদের পক্ষে অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। 


আরও পড়ুন: 'গদ্দার' সুনীল মণ্ডল, সাংসদকে দলে ফেরানোর বিরোধিতায় পড়ল পোস্টার


আরও পড়ুন: সুখবর! আজ থেকে শিয়ালদহ ডিভিশনে বাড়ছে Staff Special Train