নিজস্ব প্রতিবেদন: এক মঞ্চে কুণাল ঘোষ, লক্ষ্মণ শেঠ। কুণাল বিধলেন বিজেপিকে। লক্ষ্মণ কেন্দ্রীয় সরকারকে। তবে এটা যে অরাজনৈতিক মঞ্চ আগাগোড়া বোঝাতেই ব্যস্ত থাকলেন দুজন। তবে কুণাল এবং লক্ষ্মণকে মঞ্চে পেয়ে ফের নতুন জল্পনার সৃষ্টি হল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে কি তৃণমূলে যোগ দিচ্ছেন লক্ষ্মণ শেঠ? ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। অনেক আগেই ইচ্ছা প্রকাশ করেছিলেন তবে শুভেন্দুর আপত্তিতে লক্ষণের তৃণমূলে যোগ দেওয়া হয়নি। শুভেন্দুর তৃণমূল সম্পর্ক চলেছে এই আভাস পেয়েই কি লক্ষ্মণ শেঠ তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে তৎপর হয়ে উঠেছেন? উঠছে প্রশ্ন। 


এদিন কুণাল জানান, 'নন্দীগ্রামে গন্ডগোল করতে চাননি, মহাকরণ ও পার্টির চাপে করতে হয়েছিল। তাই নিয়ে লক্ষ্মণ শেঠ আজও অনুশোচনায়। লক্ষ্মণ শেঠ  জানিয়েছেন আমাকে।'