আগামী মুখ্যমন্ত্রী কে? `যে ভাল খেলে সে-ই জেতে,` ইঙ্গিতপূর্ণ জবাব Laxmi-র
আপাতত রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন বলে জানালেন লক্ষ্মীরতন শুক্লা।
নিজস্ব প্রতিবেদন: 'আপাতত রাজনীতি ছাড়ছি'। মন্ত্রিত্ব ও দলের জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর প্রথম প্রতিক্রিয়া দিলেন লক্ষ্মীরতন শুক্লা। বাংলা স্পোর্টস অ্যাকাডেমিতে সাংবাদিকদের লক্ষ্মীরতন বলেন,'ক্রিকেট মাঠে সততার সঙ্গে খেলেছি। রাজনীতিতেও সৎ থেকেছি। বাংলার সব মানুষকে ধন্যবাদ জানাব।' তবে রাজ্যের আগামী মুখ্যমন্ত্রী কাকে দেখতে চান, সেই প্রশ্নে জল্পনা জিইয়ে লক্ষ্মীরতন শুক্লার মন্তব্য, 'ময়দানে ম্যাচ খেলতে নামলে যে ভাল খেলে সে-ই জেতে।'
মন্ত্রিত্ব ছেড়েছেন। দলের সভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা। তারপর বৃহস্পতিবার প্রথম সাংবাদিক বৈঠকে রাজ্যের সদ্য প্রাক্তন মন্ত্রী বলেন,'বেশি কিছু বলব না। আপাতত খেলায় মনোযোগ দেব। জীবনে আর কোনও অ্যাজেন্ডা নেই। তবে বিধায়ক পদে পূর্ণ সময় থাকব। আমার কোনও ক্ষোভ নেই। ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দলের সিনিয়র নেতাদের সম্মান করি।'
রাজ্যের আগামী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? এই প্রশ্নে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য,'ময়দানে ম্যাচ খেলতে নামলে যে ভাল খেলে সে-ই জেতে। মমতাকে জিতিয়েছিলেন সাধারণ মানুষ। সবার জন্য পরিবারের শুভেচ্ছা রইল।' এখনও খাতায়-কলমে তৃণমূল বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা। মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসাও করেছেন এ দিন। তা সত্ত্বেও কেন সরাসরি মমতার নাম নিলেন না, তা নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশের।
কী কারণে রাজনীতি থেকে সন্ন্যাসের সিদ্ধান্ত? দলের মধ্যে যে সমস্যা ছিল, তার আভাসও দিয়েছেন লক্ষ্মীরতন। বলেন,'কিছু কথা মিডিয়ার মাধ্যমে বলতে স্বস্তিদায়ক মনে করছি না। সব কিছু রাস্তায় আনতে চাই না। কোথাও পালাচ্ছি না। রাজনীতি থেকে আপাতত সরে দাঁড়াচ্ছি।'