নিজস্ব প্রতিবেদন: মালদহ, মুর্শিদাবাদ নিয়ে অনড় অবস্থান নিয়েছে কংগ্রেস। তবে দক্ষিণবঙ্গের আসন রফা চূড়ান্ত করে ফেলল বাম, কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)। শনিবার রাতে বৈঠকে বসে তিন দলের নেতৃত্ব। দক্ষিণবঙ্গে আসন রফা নিয়ে আলোচনার হয়৷ ওই বৈঠকে ছিলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য ও আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে দক্ষিণবঙ্গে এখনও ৪-৫টি আসন নিয়ে জট কাটেনি। মালদহ, মুর্শিদাবাদে আসন ছাড়া সম্ভব নয় বলে আগেই জানিয়ে দিয়েছিল কংগ্রেস। মিল্টন রশিদ, মোহিত সেনগুপ্তদের জেতা আসব ছাড়বে না তারা। এরপরই তিন পক্ষকে এক টেবিলে বসানোর উদ্যোগ নেন মহম্মদ সেলিম। সূত্রের খবর, এ দিন বৈঠকে নওশাদ সিদ্দিকি, আবদুল মান্নানকে বলেন, 'আপনারা জাতীয় দল। সময়ের দাবি বোঝার চেষ্টা করুন।'


সূত্রের খবর, বামেরা ইতিমধ্যেই ২৭টি আসন ছেড়েছে আইএসএফ-কে। তার মধ্যে সিপিএম একাই ২০টি। কংগ্রেস ৮টি আসন দেওয়ার কথা জানিয়েছে। তবে অন্তত ৫০টি আসনের দাবি আইএসএফের। যদিও এ দিন নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন নওশাদ। রবিবার আলিমুদ্দিনে আর এক দফার বৈঠক।