মৌমিতা চক্রবর্তী


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দফায় দফায় বৈঠকের পরও কংগ্রেসের সঙ্গে জোটের রূপরেখা ঠিক করতে পারল না রাজ্য বামফ্রন্ট। ফলে আসন্ন লোকসভা নির্বাচনে কোন শর্তে বাম - কংগ্রেস জোট হবে সেই ছবি এখনও স্পষ্ট নয়। সোমবার আলিমুদ্দিনে বামশরিকদের ম্যারাথন বৈঠকের পর সবার নজর আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের দিকে। সেখানে রাহুল গান্ধীকে মমতা সঙ্গে এক মঞ্চে দেখা গেলে ভেস্তে যেতে পারে গোটা জোট প্রক্রিয়া। 


সোমবারের বৈঠকে জোট নিয়ে সিপিএমের ওপর চাপ বাড়ায় বাম শরিকগুলি। বৈঠকে গৃহীত হয় রাজ্যের ৩টি করে আসনে প্রার্থী দেবে ফরওয়ার্ড ব্লক, আরএসপি ও সিপিআই। ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেবে পুরুলিয়া, কোচবিহার ও বারাসতে। বালুরঘাট, আলিপুরদুয়ার ও জয়নগরে প্রার্থী দেবে আরএসপি। এছাড়া মেদিনীপুর, ঘাটাল ও বসিরহাটে প্রার্থী দেবে সিপিআই। এছাড়া সিপিআইএমএল লিবারেশন ও পিডিএসও আসনের বায়না করে রেখেছে। 


বামফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এককভাবে কংগ্রেসের সঙ্গে কোনও জোট বৈঠকে যোগ দেবে না সিপিএম। জোট হলেও কংগ্রেসের সঙ্গে একসঙ্গে কোনও প্রচার হবে না। তবে পুরোটাই নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের ঘটনাক্রমের ওপর। 


গোটা তৃণমূল কিনে ফেলতে পারি, কিন্তু বেচাকেনার রাজনীতির কান্ডারি তো মমতা


সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, দিল্লিতে কোনও মঞ্চে রাহুল ও মমতাকে একসঙ্গে দেখা গেলে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট করবে না সিপিএম। ইয়েচুরির সাফ কথা, দিল্লিতে দোস্তি আর পশ্চিমবঙ্গে কুস্তি, এই শঠতায় শরিক হবে না সিপিএম। 


ওদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানিয়েছেন, জোট নিয়ে বামেদের সঙ্গে এখনো কোনও কথাই হয় কংগ্রেসের। যা কথা হচ্ছে সব বামফ্রন্টের অন্দরে। শেষ পর্যন্ত জোট না হলে পশ্চিমবঙ্গে ৪২টি আসনেই প্রার্থী দেবে কংগ্রেস। 


সূত্রের খবর, বহরমপুর আসনটি কংগ্রেসকে ছাড়ার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বামফ্রন্টের অন্দরে। ওদিকে রায়গঞ্জ আসনটি নিয়ে জট এখনও জারি। ওই আসনের বর্তমান সাংসদ সিপিআইএম-এর মহম্মদ সেলিম। কিন্তু আসনটিতে লড়তে চান প্রদেশ কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি।