নিজস্ব প্রতিবেদন: বিধানসভা ভোটের হটস্পট নন্দীগ্রামে হাইভোল্টেজ দুই প্রার্থী শুভেন্দু-মমতার মাঝেও বিশেষ নজর কেড়েছিলেন CPIM-এর সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। অশান্তির মধ্যেই নন্দীগ্রামে ভোট মিটে গিয়েছে। তবে এখন সংযুক্ত মোর্চার অন্যতম তারকা মুখ এই মীনাক্ষীই। নন্দীগ্রামের লড়াই শেষে বাকি ছয় দফার ভোটে মীনাক্ষীকেই প্রচারে নামাচ্ছে আলিমুদ্দিন। সৃজনের পর এবার অশোক ভট্টাচার্য। শুক্রবার অশোক ভট্টাচার্যের প্রচারে এলেন মীনাক্ষী। এদিন শিলিগুড়ির সংযুক্ত মোর্চার প্রার্থী অশোক ভট্টাচার্যের হয়ে প্রচার সারতে আজ বাগডোগরায় পৌঁছন ডিওয়াইএফ‌আই-এর রাজ‍্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন প্রচার সেরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, 'রাজ‍্যের জনগণের পক্ষে শিলিগুড়ি থেকে সাগর পর্যন্ত সংযুক্ত মোর্চা লড়ছে।' পাশাপাশি এদিন তৃণমূল ও বিজেপির মতো দুই যুযুধানের প্রচার নিয়ে তিনি বলেন, 'হেভিওয়েট বা লো‌ওয়েট মন্তব্য প্রচারে এনে লাভ নেই। গত ১০ বছরে রাজ্যে শিল্প হয়নি, বেকারদের চাকরি দিতে পারেনি, গনতন্ত্রের টুটিচেপে হত্যা করেছে, তাই গরীবের প্রশ্নের সামনে তাঁরা দাঁড়াতে পারবে না। পাশাপাশি আমার জামায়াত বাজেয়াপ্ত হলে ওদেরও জামায়াত বাজেয়াপ্ত হবে কারণ তারা চাকরি দিতে পারেনি বরং ঘুস কে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।



উল্লেখ্য, গত শনিবার সকাল থেকে চারজন প্রার্থীর হয়ে প্রচারে দেখা গিয়েছে মীনাক্ষীকে।  প্রথমদিন অর্থাৎ শনিবার সকালে মীনাক্ষীকে দেখা যায় হুগলির চণ্ডীতলায় CPIM প্রার্থী মহম্মদ সেলিমের সমর্থনে রোড শো করেন তিনি। এরপর মীনাক্ষী পৌঁছে যান সিঙ্গুরে। সেখানে যুবনেতা SFI রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের হয়ে প্রচারে নামেন মীনাক্ষী। কসবা কেন্দ্রের প্রার্থী শতরূপ ঘোষ এবং টালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনেও প্রচার করেছেন তিনি।