গোয়ালপোখরে বাম-তৃণমূল সংঘর্ষ, মৃত ১, আহত পঞ্চায়েত প্রার্থীর স্বামী
তৃণমূল কংগ্রেস ও বাম কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল ১ তৃণমূল সমর্থকের। আহত হয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রার্থীর স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ১ ব্লকে পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের ইব্রাহিমপুর এলাকায়।
নিজস্ব প্রতিবেদন : তৃণমূল কংগ্রেস ও বাম কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল ১ তৃণমূল সমর্থকের। আহত হয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রার্থীর স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ১ ব্লকে পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের ইব্রাহিমপুর এলাকায়।
শুক্রবার রাতে ইব্রাহিমপুরে মন্ত্রী গোলাম রব্বানির সভা শেষে ওই এলাকায় ফরোয়ার্ড ব্লকের একটি মিছিল বের হয়। অভিযোগ, সেইসময়ই তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলা চালায় বাম কর্মী সমর্থকরা। হামলার জেরে প্রাণ হারান মহম্মদ মাহাজির নামে এক তৃণমূল সমর্থক। পাশাপাশি আহত হন পাঞ্জিপাড়া ইব্রাহিমপুরের ১৩ নম্বর সংসদের তৃণমূল কংগ্রেস প্রার্থী আসিমা বেগমের স্বামী মহম্মদ সাবির।
আরও পড়ুন, নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গাড়ি, বিয়েবাড়ি থেকে ফেরার পথে নিহত ৭
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। তাদের দাবি, পা পিছলে পড়ে গিয়েই মৃত্যু হয় মহম্মদ মাহাজিরের। তাদের পাল্টা অভিযোগ, বাম কর্মী-সমর্থকদের উপর আক্রমণ করে শাসকদলের কর্মী-সমর্থকরাই। একইসঙ্গে পুলিস জুলুমেরও অভিযোগ করেছে সিপিএম। এই ঘটনায় সিপিএম প্রার্থীর স্বামী সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস।