বিনা হেলমেটে বাইক চালানোয় দিলীপ, লকেটের বিরুদ্ধে মমলা
বিনা হেলমেটে বাইক চালিয়ে মামলায় জড়ালেন দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জি। গতকাল রায়গঞ্জে বিজেপির বাইক মিছিলের ফোরফ্রন্টে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি। আইন ভাঙায় বিজেপির দুই নেতানেত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করল জেলা পুলিস। তবে মামলায় না দমে গিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে পদ্ম শিবির।
ওয়েব ডেস্ক: বিনা হেলমেটে বাইক চালিয়ে মামলায় জড়ালেন দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জি। গতকাল রায়গঞ্জে বিজেপির বাইক মিছিলের ফোরফ্রন্টে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি। আইন ভাঙায় বিজেপির দুই নেতানেত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করল জেলা পুলিস। তবে মামলায় না দমে গিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে পদ্ম শিবির।
হেলমেট আছে। তবে মাথায় নয়, হাতে। এভাবেই বুধবার রায়গঞ্জ দাপিয়ে বেড়ান বিজেপির নেতাকর্মীরা। বাইক মিছিলের ফোরফ্রন্টে বিজেপি রাজ্য সভাপতি। কখনও সঙ্গী স্থানীয় নেতা, কখনও মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। ভোটপ্রচারে নেমে কেন এই আইন ভাঙা?
ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত আগেই দিয়েছিল প্রশাসন। এবার বিজেপির দুই নেতানেত্রীর বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় স্বতঃপ্রণোদিত মামলা করল জেলা পুলিস। আইন ভেঙে বেকায়দায় পড়েও, নতুন করে বিতর্ক উসকে দিল পদ্ম শিবির। (আরও পড়ুন- শিশু বদলের অভিযোগ কল্যাণীর বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে)