নিজস্ব প্রতিবেদন:  যখন তখন গ্রামে ঢুকে পড়ছে চিতাবাঘ। আতঙ্কিত মালবাজারের রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি এলাকার বাসিন্দারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার গ্রামে ঢুকে ধলাবাড়ি এলাকার একটি বাড়ি থেকে ছাগল তুলে নিয়ে যায় একটি চিতাবাঘ। চাবাগানের মধ্যে চিতাবাঘটি লুকিয়ে রয়েছে বলে জানান গ্রামবাসীরা। গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে তাড়া করতেই ছাগল ফেলে রেখেই পালিয়ে যায় চিতাবাঘটি।

আরও পড়ুন: নিখোঁজ বেলঘরিয়ার NEET পরীক্ষার্থী, স্কুটি উদ্ধার মুর্শিবাদের বেলডাঙায়! অন্তর্ধান তদন্তে ধন্দে পুলিস

গ্রামবাসীদের অভিযোগ, মাঝেমধ্যেই চাবাগান থেকে চিতাবাঘ ঢুকে পড়ছে লোকালয়ে। তুলে নিয়ে যাচ্ছে  হাঁস,  ছাগল, গবাদি পশু। যেকোনও সময় মানুষের ওপরও হামলা করতে পারে বলে আতঙ্কিত গ্রামবাসীরা।