অয়ন ঘোষাল: মৌসুমী অক্ষরেখা বিহার থেকে আসাম পর্যন্ত। উত্তরবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখা থাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি। এছাড়াও বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবেই মেঘাচ্ছন্ন আকাশ এবং গোটা রাজ্যের সব জেলায় সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই বলছে আবহাওয়া দফতর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রবল বর্ষণের কবলে উত্তরবঙ্গ। গত ২৪ ঘন্টায় দার্জিলিং এর সেবকে ২৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আলিপুরদুয়ার ২১০ মিলিমিটার।  দার্জিলিং শহর ও গজলডোবাতে ১২০ মিলিমিটার। নদিয়া জেলার দেবগ্রামে ৩২.১ মিলিমিটার। কলকাতায় ৪৩.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।


আরও পড়ুন-প্রাথমিকে চাকরি ফিরে পাচ্ছেন ৮! এবার স্বপ্ন দেখছেন অনেকেই, চলে এল বিরাট আপডেট


উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো এলাকায় প্রবল বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পংয়ে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে।


দক্ষিণবঙ্গ


দক্ষিণবঙ্গে এই সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব-পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলাতে। কলকাতা সহ সংলগ্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে পরবর্তী ৭২ ঘন্টা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।


মৌসুমী বায়ু


গতকাল বিকেল সাড়ে ৪ টে নাগাদ সারাদেশ ঢুকে পড়ল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। নির্ধারিত সময় ৮ই জুলাই থেকে ছয় দিন আগে সারাদেশের সমস্ত রাজ্যের সমস্ত এলাকায় পৌঁছে গেল বর্ষা। এবছর বর্ষা যাত্রা শুরু করেছিল নির্ধারিত সময়ের তিন দিন আগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। উত্তরবঙ্গে বর্ষা এসেছিল ৮ দিন আগে। দক্ষিণবঙ্গে বর্ষা এসেছিল ৩ দিন দেরিতে।


কলকাতা


সারাদিন মেঘলা আকাশ। সার্বিক ভাবে গোটা কলকাতা জুড়ে কার্যত অবিরাম হালকা থেকে মাঝারি বৃষ্টি। আজ ও কাল কার্যত রেইনি ডে কলকাতায়। তবে আজ দিনের ও রাতের তাপমাত্রা সামান্য করে বাড়বে। শনিবার তা আরও সামান্য বাড়বে।


পরিসংখ্যান


কাল রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি কমে ২৪.৮ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কমে ২৯.৪ ডিগ্রি। দিন ও রাতের তাপমাত্রা ফারাক মাত্র ৫ ডিগ্রি থাকায় কাল অত্যন্ত সহনশীল এবং মনোরম আবহাওয়া ছিল কলকাতায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি। সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতার আলিপুরে ৪৩.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)