নিজস্ব প্রতিবেদন: এবার হ্যাকারদের জালে দুই কিশোর-কিশোরী। ফেসবুক ম্যাসেঞ্জারে আসা লিঙ্ক ক্লিক করে বিপাকে। অন্তরঙ্গ ছবি ফাঁস করে দেওয়া হুমকি দিয়ে টাকা দাবি। হ্যাকারদের ফাঁদে সোনারপুরের প্রেমিক যুগল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 দুজনেরই বয়স বছর পনেরো থেকে উনিশ হবে। একজন উচ্চমাধ্যমিক ও অন্যজন মাধ্যমিক পরীক্ষার্থী। দুজনেই মেসেঞ্জার, ফেসবুকে প্রতি আসক্ত। আর সেটাই ডেকে আনল বিদপ। কিছুদিন আগে ওই প্রেমিক যুগলের ফোনে লগ ইন করা মেসেঞ্জারে একটি লিঙ্ক আসে। সেই লিঙ্কে ক্লিক করে তারা। লিঙ্ক খুলতে ফেসবুকের অ্যাকাউন্টের আই ডি ও পাসওয়ার্ডও দেয়। এরপরেই তাদের মোবাইলে গুগল ড্রাইভে সেভ করা অন্তরঙ্গ ছবি চলে যায় হ্যাকারদের হাতে।



আরও পড়ুন: দ্বিতীয় শ্রেণির ছাত্রীটি পাশে ঘরে যে এই কাজ করছিল, তা একবারও টের পেলেন না মা-দিদি


অভিযোগ, এরপরই থেকেই হ্যাকাররা তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে যুগলকে ব্ল্যাকমেল করছে। তাদের কাছ থেকে কুড়ি হাজার টাকা দাবি করা হয়। ভয়ে প্রথমে বাড়িতেও জানাতে পারে না কিশোর-কিশোরী। সুরাহা পেতে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে তারা। যোগাযোগ করেছে ভবানীভবনেও। কিন্তু পুলিসও যথাযথ পদক্ষেপ করছে না বলে অভিযোগ। শুধুমাত্র একটি জেনারেল ডায়রি করেই দায় সেরেছে সোনারপুর থানা।