Live: টিকাকরণ শেষ হলেই মতুয়াদের নাগরিকত্ব : ঠাকুরনগরে Amit Shah

Thu, 11 Feb 2021-7:09 pm,

Latest Updates

  • বাংলার মানুষ দিদিকে সুযোগ দিয়েছিলেন। এমন সরকার চালিয়েছেন, এখন লোকে বলছে কমিউনিস্টরা ভালো ছিল।

  • এই লড়াইয়ে জীবন বাজি লাগিয়ে দিন। তবে শুধু উৎসাহ থাকলেই হবে না, রণকৌশলের দরকার হয়। 

  • বাংলাকে অনুপ্রবেশকারী মুক্ত ক্ষমতা আছে শুধু বিজেপির। বাংলায় গুলি-বন্দুকের শব্দ থামিয়ে রবীন্দ্রসঙ্গীত সুর শোনানোর ক্ষমতা আছে শুধুমাত্র বিজেপির।

     

  • বিজেপির আইটি সেলের সভায় ভাষণ দিচ্ছেন অমিত শাহ।

  • "প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি-ই আপনারা সবাই ভারতের নাগরিক হিসেবে সবকা সাথ, সবকা বিকাশে সামিল হবেন।"

  • "বিজেপির সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে 'মুখ্যমন্ত্রী শরণার্থী কল্যাণ যোজনা' গঠন করা হবে। শরণার্থীদের জন্য শিক্ষা, স্বাস্থ্য সহ নানা ক্ষেত্রে কাজ করা হবে সেই যোজনায়"

    "অনুপ্রবেশ রুখতে মমতার সরকারকে সরান।"

  • "ঠাকুরনগর স্টেশনের নাম বদলে শ্রীধাম ঠাকুরনগর করা হবে।" ঘোষণা অমিত শাহের।

     

  • "মমতাদিদি বলেছিলেন CAA হতে দেব না। কিন্তু আমরা সেই লোক, যারা যা বলে তাই করে ছাড়ে। আজ এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ হলেই আপনাদের সবাইকে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।"

  • "মুসলিমদের বলা হচ্ছে CAA-তে আপনাদের নাগরিকত্ব চলে যাবে। কিন্তু CAA কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। নাগরিকত্ব দেওয়ার আইন। মুসলিম ভাইদের বলছি, CAA-তে কারও নাগরিকত্ব যাবে না।" মতুয়া মঞ্চ থেকে মুসলিমদেরও নাম করে আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

  • টিকাকরণ শেষ হলেই মতুয়াদের নাগরিকত্ব, ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

  • তৃণমূলের লোক শুনতে চায় আমি CAA নিয়ে কী বলি? CAA নিয়ে আমি বলব, ডঙ্কা-নিনাদের সঙ্গে বলব

     

  • মমতাদিদি উল্টো গোনা শুরু হয়ে গিয়েছে, ভোট মিটতে মিটতে আপনার বিদায় নিশ্চিত।

     

    • সিএএ নিয়ে বিভ্রান্ত ছড়ানো হয়েছে

    • আমার ঠাকুরনগর সফর বাতিল হয়েছিল

    • COMMERCIAL BREAK
      SCROLL TO CONTINUE READING

      মমতাদি খুব খুশি হয়েছিলেন

    • দিদির খুশি হওয়ার কারণ নেই

    • ঠাকুরনগরে বার বার আসব

    • মমতাদি না হারা পর্যন্ত আসব

    • বাংলায় আগামী সরকার হবে বিজেপির সরকার

    • COMMERCIAL BREAK
      SCROLL TO CONTINUE READING

      হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে আমার প্রণাম

    • বার বার ঠাকুর নগরে আসব

  • ঠাকুরনগরে ঠাকুরবাড়ির মাঠের সভামঞ্চে অমিত শাহ।

  • ঠাকুরনগরে পৌঁছল অমিত শাহের কপ্টার।

  • বিএসএফের বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন অমিত শাহ।

  • ঠাকুরনগরে মতুয়া মঞ্চে শুভেন্দু অধিকারী,  স্বপন দাশগুপ্ত।

     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link