Live: `দিদিমণি আপনি দ্বিতীয় হবেন`, কাঁথির সভা থেকে ফের হুঁশিয়ারি Suvendu-র
দাদার হাত ধরে বিজেপিতে যোগ দিলেন সৌমেন্দু।
Latest Updates
এসেছিল খিদিরপুরকে মিনি পাকিস্তান বলা নেতা আর তোলাবাজ ভাইপোর জ্যাঠামশাই। আমাদের জবাব দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু শান্ত থাকতে বলেছিলাম। কিছু বিশৃঙ্খল মানুষ মিছিল করেছে, আমার পোস্টার-ব্যানার ছিঁড়েছে।
তৃণমূল বলছে আমার সঙ্গে নাকি বিজেপির ডিল হয়েছে। হ্যাঁ, ডিল হয়েছে, ডিল হয়েছে প্রতিবছর এসএসসি পরীক্ষায় চাকরি হবে, টেট পাশ করা প্রার্থীদের চাকরি হবে। ডিল হয়েছে ক্ষমতায় এলে রাজ্যে আয়ূষ্মান ভারত চালু হবে।
হরিশ মুখার্জি আর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাইরে এঁরা কিছু ভাবেন না। জেলার লোক গুরুত্ব পায় না, উত্তরবঙ্গ গুরুত্ব পায় না। আমি রাজনীতি করি, আমি অবসর নিলে আমার ভাইপো দলের মাথা হবে।
ভোট করানোর লোক পাবে না তৃণমূল। মিনি পাকিস্তান বলা লোক মিটিং করে গেল। ৩০ জানুয়ারির মধ্যে পরিস্থিতি পালটাবে।
লালমাটির দিলীপ ঘোষ ও বালুমাটির শুভেন্দু, দু'জনে একজোট হয়ে লড়াই করছি। তৃণমূলের এমপি বলল, মেদিনীপুরে বিশ্বাসঘাতক জন্মায়। আপনারা বদলা নেবেন না? বদলা নিতে হবে।
ভয়ে পুরসভা ভোট করার ক্ষমতা নেই। সবকিছু ঝুলিয়ে রেখেছে। ভোট করলে পঞ্চায়েত ভোটের মতো অবস্থা হবে।
কাঁথির বিগত পুর বোর্ডের ১৩ জন কাউন্সিলর সশরীরে হাজির। ২ জনকে শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি। মোট ১৫ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দিলেন।
কাঁথি পুর বোর্ডের বিদায়ী চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী বিজেপি প্রাথমিক সদস্যপদ গ্রহণ করলেন।