Live: আদালতের রায়ে এত ভয় কেন? দুর্নীতিতে ডুবে TMC, বাংলাকে রক্ষা করেছেন মোদী: Nadda
Latest Updates
নবদ্বীপ চটির মাঠ থেকে পরিবর্তন রথযাত্রার সূচনা করলেন জে পি নাড্ডা। নারকেল ফাটিয়ে রথযাত্রার সূচনা করা হয়। রথে নাড্ডার সঙ্গেই সওয়ারি কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, দেবশ্রী চৌধুরী প্রমুখ বিজেপি নেতৃত্ব। দেখুন সেই ছবি-
চটির মাঠের সভামঞ্চে বক্তব্য রাখছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা-
সবাইকে নমস্কার। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মভূমিতে এসেছি।
এমন পবিত্র ভূমিকে আমি নমস্কার জানাই।
নবদ্বীপ থেকে পরিবর্তন যাত্রার সূচনা হবে। পরিবর্তন যাত্রার মাধ্যমে বাংলার মানুষকে জাগানো হবে।
এই পরিবর্তন শুধু রাজনৈতিক পরিবর্তন নয়। এই পরিবর্তন বিচারধারার পরিবর্তন।
মা-মাটি-মানুষের সরকার বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছে।
বাংলার মানুষ জাগ্রত হয়েছে।
দুর্নীতিতে ডুবে তৃণমূল। তৃণমূল সরকার বিশ্বাসঘাতক। বাংলায় লুঠ চালিয়েছে তৃণমূল।
আয়ুষ্মান ভারত প্রকল্প গরিবের জন্য চালু করেছে কেন্দ্র। এখানে সেই প্রকল্প চালু হতে দেননি মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিজেপি জিতে সরকার গড়লেই আয়ুষ্মান ভারত চালু হবে।
বাংলার সংস্কৃতিকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী মোদী। এখানকার সংস্কৃতি মমতাজি রক্ষা করতে পারবেন না।
আদালতের রায়ে এত ভয় কেন?
তোলাবাজি করছে তৃণমূল সরকার। বাংলার মানুষ ঠিক করে নিয়েছেন, এবার এই সরকারকে তাড়াতে হবে।
অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা।
বাংলার মানুষ মোদীজীকে হৃদয়ে স্থান দিয়েছেন। বাংলায় এবার পদ্ম ফুটবেই।
পিসি-ভাইপো সরকার আর চাইছে না মানুষ।
ধর্ষণে এগিয়ে বাংলা। বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা। কিন্তু, তা সত্ত্বেও এরাজ্যে মেয়েদের কোনও সুরক্ষা নেই। ডোমেস্টিক ভায়োলেন্সে এগিয়ে বাংলা।
দিলীপ ঘোষ বললেন, "পুরো নবদ্বীপ শহরের কোনও বাড়িতে একটাও লোক নেই। সবাই রাস্তায় দাঁড়িয়ে জয় শ্রী রাম স্লোগান দিচ্ছে।"
চটির মাঠে মঞ্চে পৌঁছলেন জে পি নাড্ডা ও দিলীপ ঘোষ।
নবদ্বীপে পৌঁছে মহাপ্রভুর জন্মস্থান গৌরাঙ্গ আশ্রমে নাড্ডা। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে শ্রদ্ধা জানালেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। গৌরাঙ্গ আশ্রমের মন্দিরে পুজো দেন তিনি। এরপর সেখানে রাস্তায় দাঁড়িয়ে থাকা দর্শকদের উদ্দেশে ফুল ছুঁড়ে শুভেচ্ছা জানান।
নবদ্বীপে পৌঁছলেন জে পি নাড্ডা। নবদ্বীপের চটির মাঠ থেকে সূচনা করবেন পরিবর্তন রথযাত্রার।
"মানুষের জনমত তৈরি হয়ে গিয়েছে। এবার ভোটে দিদি-ভাইপোকে টাটা করে দেবে মানুষ। আজকের পরিবর্তন যাত্রার সূচনা হবে সেই পটভূমিতেই।" ইংরেজবাজারে রোড শো থেকে Zee ২৪ ঘণ্টাকে Exclusive সাক্ষাতকারে বললেন বিজেপি সভাপতি Nadda।
মালদার ইংরেজবাজারে নাড্ডার রোড শোয়ে বিপুল বিজেপি কর্মী সমর্থকের ভিড়। ফোয়ারা মোড় থেকে শুরু হয়েছে নাড্ডার রোড শো।
'খিচুড়ি কেমন লাগল?', প্রশ্নের উত্তরে বাংলার জামাই নাড্ডা জানালেন, 'খুব ভালো'। সাহাপুরের মাঠে আড়াই হাজার কৃষকের সঙ্গে একসঙ্গে বসে আতপ চালের খিচুড়ি আর পাঁচ তরকারিতে মধ্যাহ্নভোজন করলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। কথা বললেন কৃষকদের সঙ্গে। তাঁদের অভাব-অভিযোগ শুনলেন।
সাহাপুরে 'সহভোজে' নাড্ডা। বক্তব্য রাখছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি-
কেন্দ্রের প্রকল্প রাজ্যে বাস্তবায়ন করতে দিচ্ছেন না মমতা ব্যানার্জি। প্রথম কিসান নিধি প্রকল্প রূপায়ণ হতে দেননি।
চাপে পড়ে এখন প্রকল্প রূপায়ণের কথা বলছেন।
কৃষক সুরক্ষা অভিযানের সঙ্গে যুক্ত ৩৫ লাখ কৃষক।
রাজ্যে কৃষকরা বঞ্চিত হচ্ছেন। কৃষকদের সঙ্গে অন্যায় করছেন মমতা ব্যানার্জি।
সব জায়গায় শুধু পিসি আর ভাইপোর ছবি।
চালচোর, তোলাবাজির সরকার।
ভোটে মমতাকে টাটা করে দিন।
৩০ হাজার গ্রামে পৌঁছে গিয়েছি আমরা।
বাংলায় পদ্ম ফুটবেই। আর তারপরই শুরু হবে বাংলার বিকাশ।
বাংলায় পদ্ম ফুটান, উন্নয়নের সুযোগ নিন।
রাজ্যের জাতীয় সড়ক উন্নয়নে জোর দিচ্ছে কেন্দ্র।
দিলীপ ঘোষ বললেন, কৃষকদের উন্নয়নে সচেষ্ট কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার বাংলার কৃষকদের বঞ্চনা করছেন। বিজেপি ক্ষমতায় এলে ৬০০০ টাকা করে যাতে কৃষকরা পান, তাঁর ব্যবস্থা করব।
মালদার সাহাপুরে 'সহভোজ' সভায় পৌঁছলেন নাড্ডা।
যদুপুর গবেষণা কেন্দ্র ঘুরে বেরনোর সময় নাড্ডা সংবাদমাধ্যমকে জানান, "কম্প্রিহেনসিভ ক্ষেতিতে জোর দেওয়া হচ্ছে। আগে এই কেন্দ্র শুধু আম নিয়ে গবেষণার জন্য পরিচিত ছিল। এখন এখানে হর্টিকালচার নিয়েও কাজ হচ্ছে। আমি খুশি এখানে ঘুরে। এই গবেষণাগারের উন্নয়নে কেন্দ্রের তরফে সম্পূর্ণ সহযোগিতা মিলবে। আগামীতে আরও বিকাশের বিষয়ে আশাবাদী আমি।"
যদুপুরে আম গবেষণা কেন্দ্রে পৌঁছলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ঘুরে দেখছেন গবেষণাগার।
বিজেপি সভাপতি নাড্ডাকে স্বাগত জানাতে সাজ সাজ রব যদুপুরে আম গবেষণা কেন্দ্রে। গবেষণা কেন্দ্রের পথে কোথাও 'জয় শ্রী রাম' স্লোগানে নাড্ডাকে অভ্যর্থনা জানাচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকরা। কোথাও উড়ছে গেরুয়া পতাকা। নাড্ডার সড়কপথের প্রতিটি পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিস। শিরাকোলের ঘটনার পুনরাবৃত্তি আটকাতে তত্পর পুলিস প্রশাসন।
কপ্টারে মালদায় পৌঁছলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সড়কপথে যদুপুর আম গবেষণাগার কেন্দ্রের দিকে রওনা দিয়েছেন তিনি।
নবদ্বীপের চটির মাঠের সভাস্থলে চলছে নাম সংকীর্তন। প্রসঙ্গত, হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের বিজেপি যোগদান মেলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি স্লোগান তুলেছিলেন, "কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, পদ্ম বাংলার ঘরে ঘরে।" চটির মাঠ এখন সরগরম সেই 'হরে কৃষ্ণ' সংকীর্তন ধ্বনিতে। দুপুর ৩টে নাগাদ আজ এই মাঠ থেকেই রথযাত্রার সূচনা করবেন নাড্ডা। ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে নাড্ডার সভামঞ্চও। দেখুন সেই ছবি-
উত্তর-পূর্ব ভারতে প্রথম মালদাতেই তৈরি হয়েছে আম গবেষণা কেন্দ্র। সেই গবেষণাগার পরিদর্শন করবেন জে পি নাড্ডা। আম চাষিদের উন্নত পরিকাঠামোর মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে ফলন বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আমের বিভিন্ন প্রজাতির গুণগত মানের উন্নতি ঘটিয়ে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আম চাষিদের আত্মনির্ভর করা তোলাই লক্ষ্য। সেই কর্মকাণ্ড ঘুরে দেখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
নদিয়ার নবদ্বীপের চটির মাঠে জনসভা করবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এই জনসভা থেকেই তিনি পরিবর্তন রথযাত্রার সূচনা করবেন। একইসঙ্গে এদিন তিনি মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের জন্মস্থানও ঘুরে দেখবেন। নাড্ডার সফরে আজ তাঁর সঙ্গে থাকছেন বিজেপি রাজ্য নেতৃত্ব। নাড্ডার সফর উপলক্ষে বিজেপির পতাকায় ছয়লাপ নবদ্বীপ শহর। অন্যদিকে বিজেপি সর্বভারতীয় সভাপতির নিরাপত্তা সুনিশ্চিত করতে আঁটোসাঁটো বন্দোবস্ত নজরে এসেছে। সকাল থেকেই চটির মাঠে মোতায়েন পুলিস। রাজ্য বিজেপি সভাপতি কটাক্ষ করেছেন, "বিলম্বিত বোধোদয়। দেরিতে হলেও অবশেষে বোধোদয় হয়েছে।" প্রসঙ্গত রাজ্যে এটা নাড্ডার চতুর্থ সফর।
রথযাত্রার সূচনার আগে আজ মালদার সাহাপুরের মাঠে কৃষকদের সঙ্গে সহভোজ করবেন নাড্ডা। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বদের রাজ্য সফরে 'লাঞ্চ পলিটিক্স' বরাবরই একটা আলদা গুরুত্ব পেয়েছে। তবে এভাবে কৃষকের সঙ্গে একপাতে মধ্যাহ্নভোজন এককথায় অভিনব। একসঙ্গে পাত পেড়ে বসে আজ খিচুড়ি-তরকারি খাবেন নাড্ডা। রাজনৈতিক মহলের মতে, দিল্লিতে যখন কৃষক আন্দোলন চলছে, তখন ভোটমুখী বাংলায় কৃষকদের পাশে থাকার বার্তা দিতেই নাড্ডার এই খিচুড়িভোজন।
মালদার উদ্দেশে রওনা দিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিকে জে পি নাড্ডা কর্মসূচির আগেই রাজনৈতিক উত্তেজনা মালদায়। অভিযোগ, শুক্রবার রাতে ইংরেজবাজার পুর এলাকার ফোয়াড়া মোড়ে জে পি নাড্ডার নামের ব্যানার, প্লাকার্ড খুলে নেওয়া হয়। ফোয়াড়া মোড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি রয়েছে। সেই মূর্তিতে মাল্যদান করবেন জে পি নাড্ডা। গতরাতে সেখানেই ২ যুবককে প্ল্যাকার্ড, ব্যানার খুলতে দেখা যায়। অন্যদিকে, মালদা জেলায় জে পি নাড্ডার পদার্পণের সময় থেকেই কৃষকদের পাশে দাঁড়িয়ে আন্দোলন কর্মসূচি নিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস। আজ সকাল ১১টায় গান্ধী মূর্তির পাদদেশে নীরব প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। এর নেতৃত্ব দেবেন জেলা তৃণমূল চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও জেলা সভাপতি মৌসম বেনজির নূর।