Live Update:দিঘার জন্য প্রধানমন্ত্রীর কাছে ১০ হাজার কোটির পৃথক প্যাকেজ চেয়েছি: Mamata

Fri, 28 May 2021-6:01 pm,

Latest Updates

  • ভাঙাচোরা অবস্থা থেকে ফের কীভাবে সৈকতকে সাজিয়ে তোলা যায় তা নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। 

  • দিঘায় সৈকত পরিদর্শনে মমতার সঙ্গে রয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা।

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

     

  • দিঘায় সমুদ্র সৈকতের ক্ষয়ক্ষতি ঘুরে দেখলেন মমতা। 

    আগামিকাল আকাশপথে দিঘা, নন্দীগ্রাম ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী। 

  • সেচ দফতরের কাজ ঠিকমতো হয়নি। গ্রামের রাস্তা মেরামতির জন্য সেগুলিকে পথশ্রী প্রকল্পের মধ্যে ঢুকিয়ে দিতে হবে।

  • দিঘায় আসতে হতো। তাই প্রধানমন্ত্রী বৈঠকে থাকতে পারিনি।  ওঁর সঙ্গে সাক্ষাত করে রাজ্যের ক্ষয়ক্ষতির কথা জানিয়েছি।

    প্রধানমন্ত্রীকে জানিয়েছি, ইয়াসে রাজ্যের ক্ষতি ২০ হাজার কোটি টাকার। দিঘার জন্য ১০ হাজার কোটির একটা প্যাকেজ চেয়েছি। পাশাপাশি সুন্দরবনের জন্যেও ১০ হাজার কোটি টাকার প্যাকেজের কথা বলেছি।

  • ইয়াস-এর ক্ষয়ক্ষতি দেখতে কলাইকুণ্ডা থেকে দিঘায় মমতা। 

    দিঘাকে নতুন করে সাজাতে হবে। দিঘা উন্নয়য়ন পর্ষদের দায়িত্বে থাকবেন আলাপন বন্দ্যোপাধ্যায়। দিঘায় রিভিউ মিটিংয়ে বললেন মমতা।

  • শেষ হল রিভিউ মিটিং।

  • কলাইকুণ্ডায় শুরু ইয়াস রিভিউ মিটিং। প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে রয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্যপাল জগদীপ ধনখড় ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। কিন্তু বেরিয়ে গেলেন মমতা।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে রিভিউ মিটিংয়ে থাকছেন না মমতা। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে কলাইকুণ্ডা থেকে দিঘার উদ্দেশ্য রওনা দিলেন মমতা।

     

  • সূত্রের খবর, রাজ্যের ক্ষয়ক্ষতির কথা প্রধানমন্ত্রী মন দিয়ে শুনেছেন। রিভিউ মিটিংয়ের পর দিল্লি গিয়ে রাজ্যে ত্রাণের ব্যাপারে যা করার তা তিনি করবেন বলে প্রধানমন্ত্রী মমতা জানিয়েছেন। 
     

  • কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর সঙ্গে আধঘণ্টার মতো কথা হয় মমতার। সূত্রের খবর,ইয়াসে রাজ্যর ক্ষয়ক্ষতির বিষয়টি বিস্তারিতভাবে তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। আজ হিঙ্গলগঞ্জ সহ একাধিক জায়গায় আকাশপথে ঘুরে দেখেন মমতা। তাঁর অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীকে জানান মমতা।

    রাজ্যের ক্ষতি যে ১৫ হাজার কোটি টাকা তা তিনি প্রধানমন্ত্রীকে জানান। পাশাপাশি আমপানের ক্ষতিপূরণের টাকা যে রাজ্য সরকার পায়নি তা তিনি জানাতে ভোলেননি। এবার যে মাত্র ৪০০ কোটি টাকা দেওয়া হয়েছে তাও জানিয়ে দেন। কিছুটা অনুযোগের সুরেই প্রধানমন্ত্রীকে মমতা জানান, ওড়িশা ও অন্ধ্রকে যেখানে ৬০০ কোটি টাকা দেওয়া হয়েছে সেখানে বাংলাকে ৪০০ কোটি টাকা কেন। এই বিপর্যয়ে কেন্দ্রকে রাজ্যের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন মমতা।

  •  প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ক্ষয়ক্ষতির খতিয়ান তিনি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। 

     

  • কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেও ইয়াস রিভিউ মিটিংয়ে থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন মমতা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মমতার সঙ্গে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও।

  • পাম্পিং করে কৃষি জমি থেকে জল বের করতে হবে: মমতা

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    মৎস্যজীবীদের জন্য স্বর্ণমৎস্য স্কিম রয়েছে: মমতা

    মানুষ যেন বিপদে না পড়ে। কারও যেন কোনও অভিযোগ না থাকে: মমতা

    অনেক ক্ষতি হয়েছে। তাই উদ্ধার কার্য ভাল করে করতে হবে: মমতা

    আমাদের কলাইকুণ্ডায় যেতে হবে। ৪৫ মিনিট লাগবে আমি শুধু একটা কাগজ হ্যান্ডওভার করব।। যা ক্ষয়ক্ষতি হয়েছে। রিভিউ মিটিংটায় থাকছি না: মমতা 

    সাগর খুবই দুর্গত হয়েছে। সাগরের অবস্থা খুবই খারাপ। দুয়ারে ত্রাণের মাধ্যমে যা দরখাস্ত পাব তার উপরে রিভিউ হবে। রিভিউ করে ত্রাণ পৌঁছে দেব: মমতা

  • দুয়ারে ত্রাণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। রিলিফ ক্যাম্পে খাবার নিয়ে খামতি রাখা যাবে না। চাল জমা করে রাখতে হবে: মমতা

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ব্যারাকপুর, বারাসাত, বনগাঁ, বসিরহাট সাব-ডিভিশনের দায়িত্বে চারজন নোডাল অফিসার: মমতা

    যে রাস্তাগুলো হয়েছে, সেই কন্ট্রাকটরদেরই রাস্তা করে দিতে হবে: মমতা 

    অনেকগুলো এলাকা দেখেছি। প্রত্যেকটি এলাকা জলমগ্ন। টোটালটাই জলমগ্ন: মমতা

    রিলিফ সেন্টারে যাঁরা রয়েছে তাঁদের যেন কোনও অসুবিধা না হয়। খাবার, ত্রাণ, ত্রিপল নিয়ে যেন কোনও বঞ্চনা না হয়। বেবি ফুডের দিকে নজর রাখতে হবে: মমতা

  • ৪০ হাজার হেক্টর কৃষিজমি নষ্ট হয়েছে: মমতা

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ১৬০০ কিলোমিটারের বেশি রাস্তা নষ্ট হয়েছে: মমতা

    ১৮৮টি ব্রিজ, কালভার্ট, ইলেকট্রিক পোস্ট, স্কুল নষ্ট হয়েছে: মমতা

    রিলিফ যাতে ঠিক মতো পৌঁছয় তা দেখতে হবে। কাল সন্দেশখালি থেকে অভিযোগ পেয়েছি। রিলিফ ঠিক মতো পৌঁছয়নি: মমতা

  • লাইন ডিপার্টমেন্ট, বিডিও, এসডিও, ফিল্ড ওয়ার্কারদের ধন্যবাদ: মমতা

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ঝড়ের আগে ২ লক্ষ ৭১ হাজার মানুষকে সরানো হয়েছে: মমতা

    ১ হাজার ৩৫৪ রিলিফ ক্যাম্প হয়েছে: মমতা

    ৫৫টি বাঁধ ভেঙেছে, রাস্তাও ভেঙেছে: মমতা

    ত্রাণ শিবিরে যেন বেবি ফুড পৌঁছয়: মমতা

    খাবার, ত্রিপল, বেবি ফুড বণ্টনে কার্পণ্য নয়: মমতা 

  • হিঙ্গলগঞ্জে Yaas এর ক্ষয়ক্ষতি নিয়ে রিভিউ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৈঠকে জেলার আধিকারিকদের থেকে সমস্য তথ্য জানেন মুখ্যমন্ত্রী।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link