Bengali News LIVE Updates: পলিগ্রাফ টেস্টের সম্মতি দিয়েছে অভিযুক্ত সঞ্জয়, খবর সূত্রের

Fri, 23 Aug 2024-2:04 pm,

West Bengal News LIVE Update: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • RG Kar incident: করা নিরাপত্তা বলয়ে মুড়ে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তার খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়কে। একদিকে কলকাতা পুলিস অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী, দুই বাহিনীর নিরাপত্তা বলয়ে মুড়ে প্রিজন ভ্যানে করে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয়কে। প্রিজন ভ্যানের মধ্যে রয়েছে ছয় থেকে সাত জন কেন্দ্রীয় বাহিনী ও সিবিআই অফিসার।পিজন ভ্যানের সামনে রয়েছে দুটি পাইলট গাড়ি কলকাতা পুলিসের, পিছনে প্রিজন ভ্যান তারপর সিবিআই আধিকারিকের গাড়ি এরপর কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। এই ভাবেই নিরাপত্তা চাদরে মুড়ে সঞ্জয়কে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা কোর্টে।

  • RG Kar incident: সিবিআই হেফাজতের মেয়াদ শেষ আজ আদালতে তোলা হবে সঞ্জয় রায়কে। তাঁর পলিগ্রাফ টেস্টের আবেদন জন্য সিবিআই। সে পলিগ্রাফ টেস্ট দিতে রাজি কিনা বিচার ঘরের সামনে হাজির করানো হবে সে বিষয়ে জানার জন্যও। সুপ্রিম কোর্ট গতকালই নির্দেশ দেয় সন্জয় পলিগ্রাফ সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি করতে হবে আজ বিকেল ৫ টার মধ্যে। 

  • BJP: আরজিকর ইস্যুতে ময়দান ছাড়তে নারাজ বিজেপি।গতকাল বিজেপির স্বাস্থ্যভবন অভিযানের পর আজ থানায় থানায় বিক্ষোভ। গেরুয়া শিবিরের কর্মসূচি ঘিরে সতর্ক প্রশাসন। 

  • RG Kar incident: সাতদিনেও সন্দীপ ঘোষের পেট থেকে কথা বার করতে ব্যর্থ সিবিআই। আরজি করের ঘটনায় কে সত্যি বলছে? জনাতে ভরসা পলিগ্রাফ টেস্টে। স্ক্যানারে আরও চার চিকিত্‍সক ও এক সিভিক। সন্দীপ ঘোষ সহ আরও ছয় জনের পলিগ্রাফ টেস্টের আর্জি। সিবিআইয়ের আবেদন মঞ্জুর করে শিয়ালদহ আদালত। শিয়ালদহ কোর্টে নিয়ে যাওয়া হয় সন্দীপ ও চার ডাক্তারকে। ঘটনার দিন রাতে নির্যাতিতার সঙ্গে ডিনার করেন চার ডাক্তার। সঞ্জয়ের সঙ্গী সিভিক ভলান্টিয়ারেরও পলিগ্রাফ টেস্ট। 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

     

  • RG Kar incident: আরজিকরের নিরাপত্তার দায়িত্ব নিল কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তা সুনিশ্চিত করতে বাহিনীতে রয়েছে মহিলা জওয়ানরাও। 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    কনজরে আর জি করের CISF নিরাপত্তা

    মোট CISF ১৮৫

    প্রতি শিফট ৬১ প্লাস ১ (কমান্ড্যান্ট)। প্রতি শিফট ৮ ঘণ্টা। 

    মোট জমি ১২ একর

    মোট স্পর্শকাতর স্পট ২৫

    এর মধ্যে কি কি আছে?

    গেট ৬ টি (১০ জওয়ান)

    ইমারজেন্সি বিল্ডিং (২ জওয়ান)

    ট্রমা কেয়ার (৪ জওয়ান)

    সার্জারি বিল্ডিং (৪ জওয়ান)

    নার্সিং হোস্টেল (৪ মহিলা জওয়ান)

    গার্লস হোস্টেল ৪ টি (১০ মহিলা জওয়ান)

    প্রশাসনিক ভবন বা প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং (২ জওয়ান)

    এস এন সি ইউ (৪ জওয়ান)

    পিজিটি গার্লস হোস্টেল (৪ মহিলা জওয়ান)

    গাইনি বিল্ডিং (২ জওয়ান)

    আউট পেশেন্ট বিল্ডিং (৪ জওয়ান)

    অ্যাকাডেমিক বিল্ডিং (২ জওয়ান) 

    বয়েজ হোস্টেল ২ টি (১ জওয়ান)

    অক্সিজেন প্লান্ট (২ জওয়ান)

    পেশেন্ট নাইট শেল্টার (২ জওয়ান)

    কন্ট্রোল রুম (৪ জওয়ান)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link