West Bengal News LIVE Update: সংঘাতের পুনরাবৃত্তি নয়! বিধানসভায় শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল...

Mon, 02 Dec 2024-10:41 am,

একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • Canning: দুই স্ত্রীর বাড়িতে স্বামী ক'দিন করে থাকবে তাই নিয়ে বচসা দুই স্ত্রীর মধ্যে। এরপর বড় বউয়ের তরফে ছোট বইয়ের পরিবারের সদস্য ৫ মহিলাকে মারধর করার অভিযোগ। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তে পুলিস।

  • Awas Yojana: আবাস যোজনার তালিকায় প্রাসাদ প্রমাণ অট্টালিকা থাকা রেশন ডিলারের নাম। নাম রয়েছে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যার আত্মীয়দেরও। যাদের প্রত্যেকের রয়েছে পাকা বাড়ি। কিন্তু যার কাঁচা বাড়ি প্রথমে তালিকায় নাম থাকার পরেও পরবর্তীতে কাটা হলো নাম। নেপথ্যে ১০ হাজার টাকা কাটমানি না দিতে পারাই বাদ গেল নাম বলে অভিযোগ এক উপভোক্তার। অভিযোগের তীর তৃণমূলের পঞ্চায়েত সদস্যার দিকে। তালিকার এই ভ্রান্তি বিডিওর নজরে আসতেই শুরু হলো নাম বাদ দেওয়ার প্রক্রিয়া। দুর্নীতি এবং স্বজন পোষণ নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির। 

  • Bhangar: পুলিসে নিরাপত্তায় আজ পঞ্চায়েত সমিতিতে যাবেন আরাবুল ইসলাম কোর্টের নির্দেশের পর পুলিসি নিরাপত্তায় পঞ্চায়েত সমিতিতে যাবেন আরাবুল ইসলাম। কোর্টের নির্দেশে পুলিস পাহারাতে সপ্তায় দুদিন ভাঙ্গড় টু বিডিও অফিসে থাকবেন আরাবুল।

  • Purulia: ফুটপাতহীন রাস্তা, যত্রতত্র গাড়ি পার্কিং। নিত্যদিন প্রায় সর্বক্ষণ যানজটে জেরবার পুরুলিয়া শহরবাসী। একদিকে শহরের রাস্তায় হাজার হাজার অবৈধ ইরিষ্কার দাপট, নেই পর্যাপ্ত পার্কিং এর ব্যবস্থা। প্রায় প্রত্যেকটি গুরুত্ত্বপূর্ন রাস্তায় যানজট লেগেই রয়েছে। কবে সমস্যার সমাধান হবে জানা নেই কারুরই।

  • Purulia: পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সুইসা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতিতে জয়লাভ করলো তৃণমূল। ৭০ টি আসনে সমবায় সমিতির নির্বাচনে ৪৭ টি আসনে জয় পায় তৃণমূল, বাকি ২৩ টি আসনে জয় পেয়েছে বিজেপি, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক ও সিপিএমের মহাজোট। সবুজ আবির গায়ে মেখে বিজয় উৎসবে সামিল হলেন তৃণমূল নেতাকর্মী সমর্থকরা। রবিবার ছিল ওই সমবায় সমিতির ভোটগ্রহণ প্রক্রিয়া ।

  • South 24 Pargana: গলাকাটা অবস্থায় প্রাণ বাঁচাতে যুবকের দৌড়। চাঞ্চল্য মগরাহাটের শ্যামনগর এলাকায়। স্থানীয়দের তত্‍পরতায় যুবক হাসপাতালে ভর্তি।  বচসা জেরে ধারাল অস্ত্রের আঘাত যুবককে। 
    অভিযুক্ত পলাতক, তদন্তে মগরাহাট থানার পুলিস।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link