LIVE: তেলঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ রেভান্থ রেড্ডির, অভিনন্দন জানালেন মোদী

Thu, 07 Dec 2023-11:52 pm,

LIVE: গুলিতে গুরুতর আহত হয়েছেন একজন। তাঁর অবস্থা সংকটজনক।

মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নেভেদা বিশ্ব বিদ্যালয়ে ঢুকে গুলি চালাল আততায়ী। এখনওপর্যন্ত মোট ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পুলিসের তত্পরতায় মৃত্যু হয়েছে হামলাকারীরও। গুলিতে গুরুতর আহত হয়েছেন একজন। তাঁর অবস্থা সংকটজনক।


 

Latest Updates

  • শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। সিসিইউতে শিফট করা হল মদন মিত্রকে। 

  • নাম ঘোষণা হয়ে গিয়েছিল আগে। আজ, বৃহস্পতিবার তেলঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অনুমুলা রেভান্থ রেড্ডি। সঙ্গে উপমুখ্যমন্ত্রী-সহ ১১ জন মন্ত্রীও।

     

  • প্রথমে এথিক্স কমিটির রিপোর্ট পেশ। তারপর? সংসদে মহুয়া মৈত্রের সদস্যপদ খারিজের প্রস্তাব আনবেন কেন্দ্রীয়। কবে? আগামিকাল, শুক্রবার। শুধু তাই নয়, আধঘণ্টার মধ্যেই সেই প্রস্তাব করাতে চায় সরকার!

  • বছরের প্রথম তুষারপাত দার্জিলিংয়ে, সাদা চাদরে ঢাকল সান্দাকফু!

  • এ রাজ্যে অনলাইন গেমিং, ঘোড়দৌড় ও ক্যাসিনোগুলিতে এবার জিএসটি বসাল সরকার। যত টাকার বাজি ধরা হবে, তার উপর তার উপর জিএসটি দিতে হবে ২৮ শতাংশ হারে! বিধানসভায় পাস হয়ে গেল বিল।

  • বিধানসভায় স্পিকারের দেওয়া পেয়ারা ফিরিয়ে দিলেন বিজেপি বিধায়করা। তাঁদের বক্তব্য, শীতকালীন অধিবেশনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছেন স্পিকার। জাতীয় সংগীত অবমাননার অভিযোগ করা হচ্ছে। সেকারণেই পেয়ারা নেবেন না।

  • জাতীয় সংগীত অবমাননা মামলার তদন্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল হাইকোর্টে। কতদিন? ১৭ জানুয়ারি পর্যন্ত। হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হল রাজ্যকে। বিচারপতি জয় সেনগুপ্তের মন্তব্য, 'জাতীয় সংগীতকে সম্মান করতে হবে। অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন না'! ১০ জানুয়ারি পরবর্তী শুনানি।

  • দ্বিতীয় হুগলি সেতুর সেতুর স্বাস্থ্য পরীক্ষার সময় দুর্ঘটনা। মাথায় ভারী বস্তু পড়ে মৃত্যু এক জনের।

  • রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের আপ লাইনে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। সকাল ৮টা ৫০ নাগাদ ওই ঘটনা ঘটে। এর জন্য পরিষবো বিঘ্নিত। ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করছে আরপিএফ।

     

  • ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আগুন। ব্রেকে সমস্যার কারণে আগুন বলে আপাতত জানা যাচ্ছে।

  • জম্মু ও কাশ্মীরের বুধাল এলাকায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র উদ্ধার করল সেনা ও জম্মু কাশ্মীর পুলিস। ধরা পড়েছে ২ জঙ্গি।

  • সাতসকালে ভূমিকম্পে কাঁপল গুয়াহাটি। বৃহস্পতিবার সকাল ৫টা ৪২ নাগাদ কেঁপে ওঠে গোটা শহর। রিখটার স্কেল কম্পনের মাত্র ছিল ৩.৫। কম্পনের উত্স ছিল মাটির ৫ কিলোমিটার গভীরে।

  • আজ জেলঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন রেবন্ত রেড্ডি। শপথগ্রহণ অনুষঠান হবে হায়দরাবাদের এল বি স্টেডিয়ামে দুপুর ১টা ০৪ মিনিটে।

     

  • মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নেভেদা বিশ্ব বিদ্যালয়ে ঢুকে গুলি চালাল আততায়ী। এখনওপর্যন্ত মোট ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পুলিসের তত্পরতায় মৃত্যু হয়েছে হামলাকারীরও। গুলিতে গুরুতর আহত হয়েছেন একজন। তাঁর অবস্থা সংকটজনক।

     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link