LIVE: পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে ভোটে লড়তে নারাজ আপ

Wed, 20 Dec 2023-1:51 pm,

ইতিমধ্যেই কেরলায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২ জনের। গতকালই ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ১১৫ জন। এনিয়ে রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হলেন ১৭৪৯ জন।

Latest Updates

  • বিরোধী দল করলে বাংলায় বঞ্চনা। মুখ্যসচিবকে সব জানিয়ে এসেছি। দিল্লিতে গিয়ে ড্রামা! তাই পাল্টা নবান্নে এসেছি। কীভাবে বাংলার টাকা নষ্ট হচ্ছে। কেন্দ্রের টাকা নষ্ট হচ্ছে জানিয়েছি। পাল্টা যুক্তি-তথ্য দিতে এসেছি। রাজ্যে সাধারণ মানুষকে বঞ্চনা করা হচ্ছে। প্রশাসনিক সভায় বিরোধীদের ডাকা হয় না বলে দাবি শুভেন্দু অধিকারীর। 

  • সূত্রে খবর, কেন্দ্রের দেওয়ার টাকা বাংলায় নয়ছয় হয়েছে বলে পোস্টার হাতে নিয়ে তাঁরা মুখ্য সচিবের ঘরের বাইরে বসে থাকেন।

     

  • সূত্রের খবর চন্দনা বাউড়ি, শঙ্কর ঘোষদের নিয়ে নবান্ন গিয়েছেন শুভেন্দু। কেন্দ্রের টাকা নয়ছয় হচ্ছে এরকম একটি অভিযোগ তিনি সকালেই করেছেন। সম্ভবত সেই অভিযোগ তিনি নবান্নে করতে পারেন।

  • দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার বৈঠক। অন্যদিকে, নবান্নে হাজির শুভেন্দু অধিকারী। বিধানসভা থেকে বেরিয়ে তিনি সরাসরি নবান্নে চলে যান। তাঁর সঙ্গে রয়েছেন কয়েকজন বিধায়ক।

  • প্রধানমন্ত্রী কেন্দ্র-রাজ্য আধিকারিক পর্যায়ে বৈঠকের কি কোনও সময়ের উল্লেখ করেছেন? মমতা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সময় বেঁধেই কাজ হবে।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ মমতা বলেন, আমাদের বহু টাকা বকেয়া পড়ে রয়েছে। রাজ্য কোনও টাকা পায়নি। আবাস য়োজনা, সড়ক যোজনা, হেলথ মিশনের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। ১২৫টি কেন্দ্রের টিম বাংলায় গিয়েছে।  আমরা ব্যাখ্যা দিয়েছি। আমরা আমাদের ভাগের টাকা পাইনি। আমরা আমাদের টাকা চেয়েছি। কারণ এতে গরিব মানুষ বেশি ক্ষতিগ্রস্ত। প্রধানমন্ত্রী আমাদের কথা মন দিয়ে শুনেছেন। উনি বলেছেন, ঠিক আছে। রাজ্যের সঙ্গে বসে এনিেয় আমরা সিদ্ধান্ত নিয়ে নেব।

  • পৌনে বারোটা নাগাদ প্রধানমন্ত্রীর সঙ্গে বেরিয়ে সাংবাদিকেদর মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়।

  • রাজ্যের বক্তব্য হল রাজ্যে থেকে জিএসটির প্রচুর টাকা নিয়ে যায় কেন্দ্র। কিন্তু রাজ্যকে টাকা দেওয়ার যখন প্রশ্ন আসছে তখন সেই টাকা আটকে দেওয়া হচ্ছে। অর্থাত্ আবাস যোজনার টাকা, স্বাস্থ্য য়োজনার টাকা, গ্রাণীন সড়ক যোজনার টাকা আটকে দেওয়া হয়েছে বলে রাজ্যের অভিযোগ। এতদিন পাওনা টাকা পাওয়ার দাবি জোরাল করছিল তৃণমূল। এবার একেবারে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।
     

  • কেন্দ্রীয় প্রকল্পের বিপুল টাকা আটকে রেখেছে কেন্দ্র। এনিয়ে বারেবারেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। ওইসব দাবি নিয়ে সম্প্রতি ২ দিন রেড রোড ধরনা দেন মমতা। পাশাপাশি অভিষেক-সহ তৃণমূলের নেতারা দিল্লিতে কৃষি ভবনের সামনে ধরনা দেন। এরকম এক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সাক্ষাত চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী আজ বেলা ১১টায় তাঁকে সেই সময় দিয়েছেন।

     

  • বেলা এগারোটা নাগাদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্দেশ্যে নতুন সংসদ ভবনের দিকে রওনা হয়েছেন মমতা। তাঁর সঙ্গে থাকবেন তৃণমূল কংগ্রেসের ১০ সাংসদ। মুখ্যমন্ত্রীর পরের গাডি়তে রওনা হয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তার পেছনে রয়েছেন সৌগত রায়, ডেরেক ওব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা।

  • বারবার ধরনা, আর্জিতেও মিলছে না বকেয়া। আজ মোদী কাছে দরবার মমতার। সঙ্গে থাকছেন তৃণমূলের আরও ১০ সদস্য। মোট ১৭,৭০০ কোটি টাকা বকেয়া দরবার। তালিকায় রয়েছে একশো দিনের কাজ, গ্রামীণ সড়ক যোজনার টাকা।

  • সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা দিল আয়কর দফতর। বুধবার সকালেই তাঁর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীরা।

  • উল্লেখ্য, ইতিমধ্যেই কেরলায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২ জনের। গতকালই ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা চিল ১১৫ জন। এনিয়ে রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হলেন ১৭৪৯ জন।

  • কনোরা ভ্যাকসিন এই প্রজাতিকে ঠেকাতে পারবে বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

  • করোনার নতুন ভ্যারিয়েন্ট JN 1 কে ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি খুব বেশি প্রাণঘাতী নয় বলেও মন্তব্য করল।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link