West Bengal News LIVE Update: বারবার ডেরা বদল, পুরুলিয়ার রাইকার জঙ্গলেই ঘাপটি মেরে রয়েছে বাঘিনী
LIVE Update: `একটা পর্যন্ত সময় থাকল, না হলে আপনাদের হাতে চুড়ি পরিয়ে দেব`। পুলিসের সামনেই পুলিসকে হুমকি তৃণমূলের অঞ্চল সভাপতি মাসাদুল শেখের (ওরফে মুকুল)। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ঘটনা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
Atal Behari Vajpai: অটল বিহারী বাজপেয়ীর ১০০ তম জন্মদিন পালিত হল ছোট বড় নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বুধবার ২৫ শে ডিসেম্বর, ১৯২৪ সালে আজকের দিনে গোয়ালিয়রের জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে চিরস্মরণীয় হয়ে থাকা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর। ১৯৯৮ সালে যিনি পোখরান পরমাণু পরীক্ষার পর সমগ্র বিশ্বের দরবারে ভারতকে এক পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে তুলে ধরে ছিলেন।
বুধবার প্রাক্তণ প্রধানমন্ত্রী তথা একদা জনসংঘের একনিষ্ঠ কর্মী অটল বিহারী বাজপেয়ীর ১০০ তম জন্মদিন পালিত হয় জলপাইগুড়ি পৌরসভার আট নম্বর ওয়ার্ডেও।
এই প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টির সদর মন্ডল দুইয়ের সাধারণ সম্পাদক অনিন্দ্য সরকার বলেন, আজকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০০ তম জন্মদিন পালন করা হলো, আগামী দিনে ওনার দেখানো পথেই দলের নেতৃত্বের পরিচালনায় এগিয়ে যাবে ভারতীয় জনতা পার্টি।Awas Yojana| Hooghly: আবাস যোজনার টাকা উপভোক্তাদের একাউন্টে ঢোকার সাথে সাথেই ভয় দেখিয়ে তোলাবাজি শুরু করে দিল স্থানীয় এক তৃণমূল নেতা।এমনই অভিযোগ উঠেছে স্থানীয় ঐ তৃনমুল নেতার বিরুদ্ধে। আবার এলাকায় এমনই ত্রাস সৃষ্টি করা হয়েছে যে, এই ঘটনার পর আতঙ্কে প্রশাসনের কাছেও যেতে পারছেন না উপভোক্তারা। ঘটনা আরামবাগের আরান্ডি ১ নং পঞ্চায়েতের আরাকুল গ্রামের। আর এই পরিস্থিতির শিকার হয়েছেন এই সমস্ত উপভোক্তারা। যদিও পরিস্থিতি সামাল দিতে আসরে তৃণমূলের অঞ্চল সভাপতি। জানা গেছে,আরান্ডি ১ নং গ্রাম পঞ্চায়েতের আরাকুল গ্রামে আবাস যোজনায় এবার প্রায় ১৬জন উপভোক্তা বাড়ি পেয়েছেন। অভিযোগ,বাড়ির টাকা একাউন্টে ঢোকা মাত্রই স্থানীয় তৃনমূল নেতারা বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখিয়ে তাদের টাকা দিতে চাপ দিচ্ছেন। ইতিমধ্যেই চাপে পড়ে অনেকে টাকা দিয়েও দিয়েছেন বলে দাবি করেছেন উপভোক্তারা। এই অঞ্চলের দোর্দন্ডপ্রতাপ তৃনমুল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান সোহরাব হোসেনের ইন্ধনে তার ভাইপো আরাফাত ও তার দলবল বাড়ি বাড়ি গিয়ে রীতিমতো হুমকি দিয়ে টাকা দিতে বাধ্য করছেন বলে দাবি আবাসের বাড়ি প্রাপকদের। পরিস্থিতি এতটা বেগতিক যে এর প্রতিবাদ করলে খুনও হয়ে যেতে পারে বলে দাবি তুলেছে খোদ ওই এলাকার পঞ্চায়েত সদস্যার স্বামীও। তার আরো দাবি,সব জানার পরেও নির্বিকার আরামবাগ পুলিশ প্রশাসন। এরই সুযোগে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে আরাফাত ও তার দলবল। এই পরিস্থিতিতে প্রানভয়ে তৃনমুলের গুন্ডাবাহিনীকে টাকা দিতে বাধ্য হচ্ছেন বাড়ি প্রাপকরা।
Habra: ভারত নিয়ে বাংলাদেশের মন্তব্য প্রসঙ্গে কোন গ্রাহ্য করা উচিত নয়, বললেন ভারতের প্রাক্তন বায়ুসেনা প্রধান অরুপ রাহা। ভারত নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একের পর এক বিভিন্ন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন হাবড়া একটি অনুষ্ঠানে এসে প্রাক্তন বায়ু সোনার প্রধান অরুপ রাহা বলেন," আমাদের তরফ থেকে কিছু বলা উচিত নয়,অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে সেখানে তাই তারা বলছে তবে যারা বলছেন তারা কোনদিন ভালো পদে ছিলেন না। যারা ভালো পদে ছিলেন বা আছেন তারা কখনো এই ধরনের কথা বলছেন না কারণ তারা বুদ্ধি রাখেন তারা জানেন এই ধরনের মন্তব্যের কোন মানে হয় না।" জঙ্গি তৎপরতা নিয়ে বলেন,বর্ডার সিকিউরিটি ফোর্স এবং ইন্টেলিজেন্ট আরও স্ট্রং হওয়া উচিত এবং রাজ্যকেও একসঙ্গে কাজ করতে হবে তবে সমস্যার সমাধান হবে।ভারতবর্ষের বায়ুসেনার অনেক খামতি আছে সেগুলো পূরণ করতে হবে বলেও জানান তিনি।
Jalpaiguri: জলপাইগুড়িতে রতন টাটার স্মরণে ৯০ পাউন্ডের কেক। মূলত রতন টাটাকে সম্মান জানাতেই এই কেক তৈরি করা হয়েছে। মুম্বইয়ের তাজ হোটেলের আদলে কেক বানিয়ে তাক লাগিলে দিল শহরের এক কেক প্রস্তুতকারক সংস্থা। হুবহু তাজমহল প্যালেস হোটেলের অনুকরণে কেকটি তৈরি করা হয়েছে। বিভিন্ন রকমের সুস্বাদু উপকরণ দিয়ে কেকটি তৈরি করেছেন শিল্পীরা। বড়দিনের একদিন আগে থেকেই জলপাইগুড়ির বাবুপাড়ায় লর্ডস কনফেকশনারির সামনে প্রদর্শন করা হচ্ছে কেকটি। প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে রঞ্জনা সাহা বলেন, আমরা দীর্ঘ কয়েক বছর ধরেই ক্রিসমাস উপলক্ষে অভিনব ভাবনা নিয়ে কেক তৈরি করি। এবছর ভারতের অন্যতম শিল্পপতি ও সমাজসেবী প্রয়াত রতন টাটাকে স্মরণ করে তাঁকে সম্মান জানাতে এই কেকটি তৈরি করা হয়েছে। আর এই তাজ হোটেল নিলামে উঠতে চলেছে জলপাইগুড়ি বাজারে। ইতিমধ্যেই ছোট থেকে বড় বহু ক্রেতা ভিড় জমাচ্ছেন এই কেক দেখতে ছবিও তুলছেন বহু মানুষ। কেকের মধ্য দিয়ে তাজ হোটেল দেখে আপ্লুত জলপাইগুড়িবাসী।
Purba Bardhaman: "একটা পর্যন্ত সময় থাকল, না হলে আপনাদের হাতে চুড়ি পরিয়ে দেব"। পুলিসের সামনেই পুলিসকে হুমকি তৃণমূলের অঞ্চল সভাপতি মাসাদুল শেখের (ওরফে মুকুল)। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ঘটনা। একটি ভিডিওতে দেখা যাচ্ছে পুলিসের সামনে দাঁড়িয়েই পুলিসকে হুঁশিয়ারি দিচ্ছেন তৃনমূল নেতা। জানা যায় আগামী ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলকোটে রক্তদান শিবিরের আয়োজন করেন বিধায়ক অপূর্ব চৌধুরী। সেই জন্য বিভিন্ন ব্যানার টাঙানো হয়েছিল গ্রামে গ্রামে। কিন্তু মঙ্গলকোটের কুরুম্বা গ্রামে মমতা ব্যানার্জীর ছবি দেওয়া ওই ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনটাই দাবি করেন মঙ্গলকোটের বিধায়ক। অন্যদিকে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহারও মঙ্গলকোটে ওইদিনই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেন। যদিও এই ঘটনা মঙ্গলকোটে তৃণমুলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি করে বিরোধীরা। এই ঘটনায় তৃণমূলের এক পক্ষের দাবি কুরাম্বা গ্রামে বিধায়কের রক্তদান শিবিরের ব্যানার খুলে পুড়িয়ে দেওয়া হয় কিন্তু এখনও পর্যন্ত কৈচর ফাঁড়ির পুলিস এই বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি। পরে মঙ্গলবার বিকেলে কৈচর ফাঁড়ির সামনেই কাটোয়া বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা। তখনই পুলিসকে এই হুঁশিয়ারি দেন তৃণমূলের ওই অঞ্চল সভাপতি। পরবর্তীতে বিধায়ক অপূর্ব চৌধুরী এসে কর্মীদের রাস্তা থেকে সরিয়ে নিয়ে গেলে আবার যান চলাচল স্বাভাবিক হয়।
Purulia: ভোর রাত থেকেই জঙ্গল লাগোয়া গ্রাম গুলিতে পৌঁছাচ্ছে বন দপ্তরের টিম । এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে বার বার অবস্থান পরিবর্তন করে শিকার করে খাবার খেয়ে রাইকা জঙ্গলেই ঠাঁই নিচ্ছে বাঘিনী । তাই এবার বাঘিনীকে বাগে নতুন নয়া কৌশল অবলম্বন করতে চলেছে বন দপ্তর। ভোর রাতেই বন দপ্তরের পক্ষ থেকে টিম তৈরি করে মোতায়েন করা হচ্ছে বান্দোয়ানের রাইকা জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে। গতকাল রাইকা জঙ্গল লাগোয়া রাহামদা জঙ্গলে একাধিক ছাগলের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। গ্রামবাসীদের দাবি, বাঘিনীর হানায় ছাগলগুলির মৃত্যু হয়েছে । মুখ্য বনপাল নিশ্চিত করেছেন রাইকা জঙ্গলেই অবস্থান রয়েছে বাঘিনীর । তাই এবার রাহামদা জঙ্গল লাগোয়া এলাকায় বন কর্মীদের টিম মোতায়েন করা হচ্ছে । সেখানেই ছাগল বেঁধে ফাঁদ পাতা হবে বন দপ্তরের পক্ষ থেকে । ভোর রাত থেকেই চলছে তারই প্রস্তুতি । এলাকায় মাইকিং প্রচার চালানো হচ্ছে ।