LIVE: রাজ্য পুলিসের ভারপ্রাপ্ত নতুন ডিজি হলেন রাজীব কুমার

Wed, 27 Dec 2023-5:30 pm,

গতকাল বিকেলের ঘটনা। পাঁচটা নাগাদ বিকট একটি শব্দ পাওয়া যায় ইজরায়েলি দূতাবাসের পেছনের দিকের খোলা জায়গা থেকে। এক প্রত্যক্ষদর্শী পুলিসকে জানিয়েছেন, শব্দটা টায়ার ফাটার মতো

Latest Updates

  • রাজ্য পুলিসের নতুন ভারপ্রাপ্ত ডিজি হলেন রাজীব কুমার। ১৯৮৯ ব্যাচের আইপিএস রাজীব কুমার। ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে। এর আগে বীরভূম এসপি, কলকাতা পুলিসের ডিসি সেন্ট্রাল, ডিআইজি সিআইডি অপারেশন, সারদাকাণ্ডের সময় বিধাননগর পুলিস কমিশনার, কলকাতা পুলিস কমিশনারের দায়িত্ব সামলান। এরপর ২০২০-তে আইটি বিভাগে বহাল করা হয় তাঁকে। এখন তাঁকে ভারপ্রাপ্ত ডিজি করা হল। 

  • এমফিল কোনও স্বীকৃত ডিগ্রি নয়। ২০২৩-২৪ থেকে এই কোর্সে ভর্তি নেওয়া বন্ধ করুক বিশ্ববিদ্যালয়গুলি। এমনই জানাল ইউজিসি। 

  • কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে পদ থেকে ইস্তফার নির্দেশ দিয়েছে দল। সূত্রের খবর, সুবল মান্না ঘনিষ্টদের জানিয়েছেন লিখিত নির্দেশ হাতে পাননি। প্রসঙ্গত, কয়েকদিন আগেই তিনি কাঁথির সাংসদ শিশির অধিকারীকে গুরুদেব বলেছিলেন।

  • সাতসকালেই মেট্রো রেলে আত্মহত্যার চেষ্টা। বেলগাছিয়া স্টেশনে দমদম স্টেশনের দিকের অংশ ৭৩ বছরের এক বৃদ্ধ লাইনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। চোখে পড়ে যায় আরপিএফের। বেলগাছিয়ার ওই বৃদ্ধকে উদ্ধার করে শেষপর্যন্ত আনা হয় স্টেশন ম্যানেজারের অফিসে। সেখানে তিনি স্বীকার করে নেন যে পারিবারিক অশান্তির কারণেই তিনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন।

  • দলের কেন্দ্রীয় সম্পাদকের পদ হারিয়ে ফের বিস্ফোরক অনুপম হাজরা। সোশ্যাল মিডিয়ায় অনুপম হাজরা লিখেছেন, 'পদ থেকে সরাবার তিন ঘণ্টার মধ্যেই বার্তা-কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো!!!' 

  • কুলতলিতে  বিদ্যুতস্পৃষ্ট হয় মৃত্য এক বৃদ্ধের। ভেড়ির পাশ দিয়ে নিজের জমিতে যাচ্ছিলেন অনিল সিংহ নামে ওই বৃদ্ধ। আর ভেড়ির চারদিকে লাগানো ছিল বিদ্যুত্ বাহী তার। সেই তারেই বিদ্যুতস্পৃষ্ট হয় যান অনিলবাবু।

  • দলের সর্বভারতীয় সম্পাদকের পর থেকে সরানোর পরই সরব বীরভূমের বিজেপি নেতা অনুপম হাজরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, পদ থেকে সরানোর তিন ঘণ্টার মধ্যেই বার্তা-কিছু শর্ত মেনে চললে আবার সবকিছু আগের মতো।
     

  • অন্যদিকে, পুরী-হাওড়া শতাব্দি এক্সপ্রেস বাতিল করা হল  এমাসের ৩১ তারিখ। এছাড়াও জানুয়ারি ও ফেব্রুয়ারি মিলিয়ে মোট ৮ দিন বাতিল করা হয়েছে ট্রেনটির চলাচল।

  • রক্ষণাবেক্ষণের কাজের জন্য খগড়পুরে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। এর মধ্যে রয়েছে বালাসোর-ভদ্রক-বালাসোর স্পেশাল। মাসে আজ, শনি ও রবিবার বন্ধ থাকছে ট্রেনটি। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২৫ দিন বন্ধ থাকবে ট্রেনটি।

  • গত ২০ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল হরিদেবপুরের যুবক অনুরাগ সিংহ(২৩)। প্রায় এক সপ্তাহ পর তার মৃতদেহ মিলল মেদিনীপুরের কোলাঘাট থেকে। পুলিসের তরফে বাড়িতে খবর দেওয়া হয়। বলা হয় কোলাঘাটে এক যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছে। সেটি সনাক্ত করতে হবে।

  • চিঠির সঙ্গে একটি পতাকাও ছিল। চিঠিটি বাজেয়াপ্ত করে পুলিস। সেটির ফরেন্সিক পরীক্ষা হবে।

  • সেই বিস্ফোরণস্থল থেকে একটি চিঠি উদ্ধার করল পুলিস। সেটি লেখা হয়েছে ইজরায়েলি রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে।

  • মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ দিল্লিতে ইজারায়েলি দূতাবাসের পেছনের খোলা জায়গায় একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। সেই খবর আসে দমকলে। ছুটে যায় পুলিস ও বোম স্কোয়াড। শুরু হয়ে যায় তল্লাশি। এক প্রত্যক্ষদর্শী জানান টায়ার ফাটার মতো একটি শব্দ তিনি শুনতে পান। বাইরে বেরিয়ে এসে দেখেন গাছের উপরে ধোঁয়া উড়ছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link