Bengali News Live Update: গ্রেফতার ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম!

Thu, 08 Feb 2024-7:24 pm,

West Bengal News Live: রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার পাক নির্বাচনে কোনও দলই নিরঙ্কুশ ক্ষমতা পাবে না। ফলে দেশ শাসনে বড় ভূমিকা নিতে পারে সেনাবাহিনী। তবে ছোট দলগুলির গুরুত্ব স্বাভাবিকভাবেই বাড়বে।

চরম আর্থিক দুরাবস্থা, ভোটের আগে একের পর এক জঙ্গি হামলার মধ্যেই আজ পাকিস্তানে সাংসদ নির্বাচন। সকাল আটটা থেকে ভোটগ্রহণ। ভোটে দেবেন দেশের প্রায় তোর কোটি মানুষ। ভোট নেওয়া হবে ৯০,৬৭৫ বুথে। এর জন্য আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Latest Updates

  • বাজেট নিয়ে সমালোচনা করার অধিকার আপনাদের আছে। আমার বিধায়কদের অনুরোধ, ওদের সঙ্গে মুখ লাগাবেন না। বাজেট আপনাদের কেন্দ্রেও পেশ করে। আমরাও করছি। বাজেটের মাঝে এরকম কেন করছেন? তাহলে কী আপনারা ভয় পাচ্ছেন? যদি বাজেট পেশ করতে না দেন, তাহলে সংসদেও প্রতিবাদ হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

  • যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সরকার এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে সমস্ত খালি পদ পূরণ করার জন্য ৫ লক্ষ্য কর্মসংস্থান করা হবে

  • নিউটাউন এয়ারপোর্ট যোগাযোগ উন্নীত করার জন্য ই এম বাইপাস মোর থেকে নিউটাউন সিজি ব্লক সন্নিহিত মহিষবাথান পর্যন্ত ৭ কিমি ফ্লাইওভার তৈরি করা হইবে।

  • ফ্লাইওভার বানানোর বাজেট ৭২৮ কোটি টাকা

  • বিমানবন্দরের সঙ্গে যোগাযোগের জন্য বাইপাস থেকে মহিশবাথান পর্যন্ত ফ্লাইওভার হবে। বানাবে রাজ্য সরকার 

  • রাজ্য পুলিসের যুক্ত হয়ার কোটা ১০ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করল

  • গঙ্গাসাগর সেতু রাজ্য নিজে করবে

  • সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিস, গ্রিন পুলিস মাসিক বেতন ১০০০ টাকা বৃদ্ধি করা হবে।

  • আবাস যোজনায় বকেয়ার জন্য আরো একমাস অপেক্ষা। নাহলে রাজ্য সরকারের টাকা থেকে এই পরিবারদের আর্থিক সাহায্যের বিবেচনা করবে রাজ্য সরকার

  • মনরেগার প্রান্তিক মজুরদের জন্য কর্মশ্রী প্রকল্প। বছরে ৫০ দিনের কাজ নিশ্চিত

  • ৪ শতাংশ ডিএ দেবে সরকার। মে মাস থেকে এফেক্ট হবে এই ডিএ 

  • ১০০ দিনের কাজে ২১ লাখ জব কার্ড হোল্ডার কে ২১ ফেব্রুয়ারি টাকা প্রদান।বাজেটে বরাদ্দ ৩,৭০০ কোটি টাকা

  • মৎস্য জিবিদের জন্য নতুন প্রকল্প সমুদ্র সাথী

  • লক্ষ্মীর ভান্ডার sc-st-র জন্য ১০০০ থেকে ১২০০ টাকা 

  • লক্ষ্মীর ভান্ডার ৫০০ টাকা থেকে বেড়ে হল ১০০০ টাকা 

  • কর্ণাটকের পর আজ আজ যন্তর মন্তরে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও বৈমাত্রেয় আচরণের প্রতিবাদে মন্ত্রিসভার সদস্য, সাংসদ ও বিধায়কদের নিয়ে ধর্ণায় বসছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    পিনারাইয়ের ধর্ণায় যোগ দেবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

     

  • একশো দিনের টাকা আটকে রয়েছে। পথের টাকাও আটকে। এরকম এক পরিস্থিতিতে ধার করেও গরিবদের টাকা দেওয়ার পথে হাঁটতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারে কি বরাদ্দ বাড়বে? বহু জল্পনার মধ্যে আজ পেশ হচ্ছে রাজ্য বাজেট।

     

  • ইছাপুর বিধানপল্লী অঞ্চলে বন্ধ বাড়ি থেকে উদ্ধার কৃষ্ণা ঘোষ নামে ৬৫ বছরের এক মহিলার পচাগলা দেহ। তার দেহ আগলে বসে ছিলেন দাদা বাবলু ঘোষ।

  • উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘিতে ট্রেলার উল্টে নিহত এক সিভিক ভল্য়ান্টিয়ার-সহ ২ জন। আহত আরও ৬ জন।

  • হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনিয়াহু। তাঁর সাফ কথা কোনও যুদ্ধবিরতি নয়। যুদ্ধ জয় করেই থামবে ইজরায়েল।

  • এই নির্বাচনে ইমরানের খানের লড়াই নিষিদ্ধ করেছে সে দেশের আদালত। পাশাপাশি ইমারান খান এখন জেলে। ফলে ভোটের ময়দানে এখন দুই মহারথী। একজন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং দ্বিতীয়জন পাকিস্তান পিপিলস পার্টির নেতা বিলাওয়াল আলি ভুট্টো।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link