West Bengal News LIVE Update: কল্পতরু উত্সবে কাশীপুর উদ্যান বাটিতে মানুষের ঢল

Wed, 01 Jan 2025-11:30 am,

West Bengal News LIVE Update: ফের অগ্নিকাণ্ড শহরে,মঙ্গলবার গভীররাতে আগুন লাগে সেন্ট্রাল এভিনিউর BSNL এর দফতরে। ঘটনাস্থলে দমকলের ৬ ইঞ্জিন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • Kolkata: জোর পূর্বক মদ্যপান করিয়ে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ। অভিযোগ তারই বন্ধুর বিরুদ্ধে। বন্ধুর ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে এই ঘটনা। গত ২১ তারিখের ঘটনা। সোমবার ওই তরুণী গরফা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে কলকাতা এলাকা থেকে গ্রেফতার করে গরফা থানার পুলিস।

  • Malbazar: টোটো চালান এবং যাত্রীদের মহম্মদ রফির গান শোনান মাল ব্লকের ওদলাবাড়ির চুইয়া বস্তির বাসিন্দা মুজাফফর মহম্মদ। তবে ২০২৫ সালের প্রথম দিন যাত্রীদের বিনে পয়সায় ঘোরাচ্ছেন এই টোটো চালক।  অবিকল মোহমদ রফির গলায় গান গেয়ে যাত্রীদের মনোরঞ্জন করেন মালব্লকের ওদলাবাড়ি গ্রামপঞ্চায়েত এর চুইয়া বস্তির বাসিন্দা তথা টোটো চালক মুজাফফর মহম্মদ। ছোট বেলা থেকেই তিনি  বলিউডের এই বিখ্যাত গায়কের ফ্যান ছিলেন।তার গান এতটাই তিনি পছন্দ করতেন যে, তিনি একটি মহম্মদ রফির গানেই বই কিনে এনে বাড়িতে  গানের তালিম দিতেন। এক সময় এই বিখ্যাত গায়কের গান গেয়ে সংসার চালাতেন ৫৫ বছর বয়সীর এই  টোটো চালক ।নেশার পাশাপাশি একপ্রকার গানই তার পেশা হয়ে গিয়েছিল ।বর্তমানে সে এখন টোটো চালায়।টোটো চালালেও তিনি সেই গানের নেশা  থেকে সরে আসেননি। উলটে টোটোর মধ্যে মাইক লাগিয়ে টোটো চালাতে চালাতে মহম্মদ রফির নানা হিট গান গেয়ে যাত্রীদের মনোরঞ্জন দেন।

  • Singur Andolan Local: আন্দোলনের চাপে আন্দোলন লোকাল সিঙ্গুর থেকেই ফিরল হাওড়া।

  • Ghatal Master Plan: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অভিষেক ব্যানার্জীর গাল ভরা প্রতিশ্রুতি কোথায় গেল! ঘাটাল মাস্টার প্ল্যানের শ্বেতপত্র এখনো প্রকাশ করা হলো না কেন? অভিষেক ব্যানার্জি বলেছিল ৩১শে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে এই প্রতিশ্রুতি কোথায় গেল ঘাটালবাসী জানতে চায়। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এমনই একাধিক অভিযোগ তুলে ঘাটাল শহরের বিভিন্ন এলাকায় পোস্টার দিল বিজেপি বিধায়ক শীতল কপাট। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের বিভিন্ন এলাকায় ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে এই পোস্টার দেয়। বিজেপি বিধায়কের অভিযোগ গত ৭ ই এপ্রিল লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেবের প্রচারে ঘাটালের বিবেকানন্দ মোড়ে এসে অভিষেক ব্যানার্জি বলে গিয়েছিলেন ৩১শে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান এর কাজ শুরু হবে, কিন্তু ঘাটাল মাস্টারপ্ল্যান এর কাজ শুরু হয়নি। চুরি করার জন্য কয়েকটি ছোট খাল কাটায়ের কাজ শুরু হয়েছে। এমনকি কেন্দ্রের সহযোগিতা ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান করা সম্ভব নয় বলেও তিনি জানিয়েছেন। পাল্টা পোস্টারের বিরোধিতা করে বিজেপিকে তীব্র ভাবে কটাক্ষ করেছে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ কর।

  • Jalpaiguri: নতুন বছরের ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকেছে ডুয়ার্স।  সাথে কনকনে ঠান্ডা। সাড়ে আট টা বেজে গেলেও সুর্যের দেখা পাওয়া যায়নি। রাস্তাঘাটে লোকজন শুন্য। কুয়াশার কারনে রাস্তাঘাটে দৃশ্যমানতা খুব কম। সমস্ত গাড়ি লাইট জ্বালিয়ে চলাচল করছে। এত দিন পর জাকিয়ে ঠান্ডা এবং কুয়াশায় খুশি সাধারণ মানুষ৷

  • Kamarpukur: বছরের প্রথম দিনই কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তের ঢল পূর্ণভূমি কামারপুকুরে। ভোর থেকেই মঙ্গল আরতির মাধ্যমে পুজাপাঠ শুরু হয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মঠে। ঠাকুরের কাছে বছরের প্রথম দিন মনবাসনা পূরণের দিন। তাই ভক্তরা তাদের মনের বাসনা পূর্ণ করতে কামারপুকুরে ভিড় করেছেন।  কল্পতরু' কথার অর্থ হল ইন্দ্রলোকের সর্বকামনা পূরণকারী "দেবতরু" অর্থাত্‍ যিনি সহজেই অন্যের ইচ্ছাপূরণ করেন। ১৮৮৬ সালের ১ জানুয়ারি এই উৎসবের সূচনা হয়েছিল। এই দিন কল্পতরু রূপে ভক্তদের আর্শীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। পূরণ করেছিলেন ভক্তদের সমস্ত মনস্কামনা।

  • Purulia: পুরুলিয়া : বছরের প্রথম দিনে পুরুলিয়া জেলার তাপমাত্রা নামলো ৭.৫ ডিগ্রীতে । সকাল থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন রাস্তাঘাট । সকাল থেকে বইছে বইছে দমকা শীতল হাওয়া। প্রাতঃভ্রমণে বেরিয়ে শীতের আমেজ উপভোগ করছেন সাধারন মানুষ । দৃশ্যমান্যতা কম থাকায় লাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছেন চালকেরা।  কনকনে শীত অনুভূত পুরুলিয়ায় । ঠাণ্ডা থেকে একটু রেহাই পেতে সকালের দিকে রাস্তাঘাটে আগুন পোহাচ্ছেন সাধারন মানুষ ।

  • Singur: সিঙ্গুর আন্দোলন লোকাল ট্রেনটিকে কোনমতেই সম্প্রসারণ করা যাবে না। এই দাবিকে সামনে রেখে সম্প্রসারণ হওয়া হাওড়া -তারকেশ্বর লোকাল ট্রেনটিকে তারকেশ্বর অভিমুখে যেতে বাধা । সিঙ্গুর ১  নং প্ল্যাটফর্মে  ট্রেন ঢুকতেই মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে তৃণমূল কর্মী ও সিঙ্গুরবাসীরা টেনের সামনে দাঁড়িয়ে পড়েন। চলছে বিক্ষোভ কর্মসূচি। ঘটনাস্থলে রেলপুলিস ও হুগলী জেলা গ্ৰামীন পুলিস।।

     

  • Kolkata Fire: ফের অগ্নিকাণ্ড শহরে,মঙ্গলবার গভীররাতে আগুন লাগে সেন্ট্রাল এভিনিউর BSNL এর দফতরে। ঘটনাস্থলে দমকলের ৬ ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।প্রাথমিকভাবে দমকল মনে করছে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

  • Kolpataru Utsav: ভোর থেকেই কয়েক হাজার মানুষের লাইন কাশীপুর উদ্যান বাটির সামনে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link