Bengal News Live Update: ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হল ইন্দোনেশিয়ায়
Bengal News LIVE Update: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন আজকের সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
ভূমিকম্পের পরে ভূমিকম্প হয়ে চলেছে। এবার ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হল ইন্দোনেশিয়ায়।
মিমিক্রি বিতর্কের পরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নৈশভোজে আমন্ত্রণ ধনখড়ের
ফের ‘হীরক রানি বাই বাই’ পোস্ট বিজেপির। এবার নারী নির্যাতন ইস্যুতে তৃণমূলকে নিশানা। ‘হীরক রানি বাই বাই’ সিরিজ প্রকাশের ঘোষণার পরেই এবার পর্ব দুই। শুভেন্দুর এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, যেখানে বিলুপ্ত আইনের শাসন, সেখানেই অবাধে হয় নারী নির্যাতন। অনেক হয়েছে এবার তাই, হীরক রানি বাই বাই...
হাইকোর্টের তোপে শেষমেষ টনক। ২২-এর জুনে টিটাগড়ে খুন। লক্ষ্মীঘাট হত্যাকাণ্ডে দেড় বছর বাদে অবশেষে ধরপাকড় খড়দহ থানার। কাল ব্যারাকপুর কমিশনারেটকে কোর্টের তিরস্কারের পরেই ছাদ থেকে ফেলে খুনে গ্রেফতার তিন।
কাকু কাণ্ডে সরগরম। তুঙ্গে শাসক বিরোধী বাগযুদ্ধ। COO অব লিপস অ্যান্ড বাউন্ডস। এবার বের করুন গলার সাউন্ড। এক্স হ্যান্ডেলে কটাক্ষ শুভেন্দুর। সরব সেলিম। রাজনৈতিক উদ্দেশ্যেই এজেন্সিকে ব্যবহার। পাল্টা অরুপের।
রাতের জাতীয় সড়কে ফের ভয়াবহ দুর্ঘটনা। এবার বাগনানে পুলিসের গাড়িকে পিষে চম্পট লরির। রাতে টহলের সময়েই বেপরোয়া গতিতে ধাক্কা। ঘটনাস্থলেই মৃত্যু সাব ইন্সপেক্টর, হোমগার্ডের। SSKM-এ আরও তিন উর্দিধারী। ঘটনাস্থলে খোদ এডিজি সাউথ বেঙ্গল। সরেজমিনে দুর্ঘটনাস্থলে সিদ্ধিনাথ গুপ্ত।
ফের দিল্লি এইমসে অগ্নিকাণ্ড। এবার টিচিং ব্লকের তিনতলায় আগুন।আসবাব পত্র থেকে নথি। পুড়ে খাক ডিরেক্টরের অফিস। ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন। কীভাবে বিপর্যয়? খতিয়ে দেখছে পুলিস প্রশাসন।
রাতে ভয়েস স্যাম্পল দিয়ে ফের কার্ডিওলজির এসি কেবিন-১এ কালিঘাটের কাকু। হাসপাতাল সূত্রে খবর তিনি স্থিতিশীল রয়েছেন।
ফের বিস্ফোরক মনোরঞ্জন ব্যাপারী। দুর্নীতি-অভিযোগের পর এবার অফিস ভাঙচুরে তোপ। ফেসবুকে জেলার যুবনেত্রীকে বেলাগাম আক্রমণ বিধায়কের। কলকাতা থেকে বলাগড় ফিরেই পাল্টা দেওয়ার হুঁশিয়ারি। সঙ্গে অকথ্য গালাগালি।
হাইকোর্টের তোপে শেষমেষ টনক। বাইশের জুনে টিটাগড়ে খুন। লক্ষ্মীঘাট হত্যাকাণ্ডে দেড় বছর বাদে অবশেষে ধরপাকড় খড়দহ থানার। কাল ব্যারাকপুর কমিশনারেটকে কোর্টের তিরস্কারের পরেই ছাদ থেকে ফেলে খুনে গ্রেফতার তিন।
শাসকদলের কোন্দলে তুলকালাম বলাগড়ে।তুমুল বাগযুদ্ধের পর রাতে বিধায়কের কার্যালয়ে হামলা। ভাঙচুর তাণ্ডব। কলকাতা থেকেই ফের রুনা খাতুনকে দোষারোপ মনোরঞ্জন ব্যাপারীর। অভিযোগ পত্রপাঠ খারিজ যুবনেত্রীর ।
কাকু কাণ্ডে সরগরম। তুঙ্গে শাসক বিরোধী বাগযুদ্ধ। COO অব লিপস অ্যান্ড বাউন্ডস। এবার বের করুন গলার সাউন্ড। এক্স হ্যান্ডেলে কটাক্ষ শুভেন্দুর। সরব সেলিম। রাজনৈতিক উদ্দেশ্যেই এজেন্সিকে ব্যবহার। পাল্টা অরুপের।
মুখ খুললেই বিপদ? আঁচ পেয়েই কি শেষমুহূর্তেও টালবাহানা কালীঘাটের কাকুর? ইডি সূত্রের খবরে জল্পনা। ESI জোকাতেও তদন্তে অসহযোগিতার চেষ্টা। খাটল না কোনও জারিজুরি। এজেন্সির চাপে শেষমেষ কণ্ঠস্বর দিতেই হল সুজয় ভদ্রকে।
কাকু- ক্লাইম্যাক্স। চার মাসের দড়ি টানাটানি শেষ। কোর্টের নির্দেশে রাতেই ইডির কব্জায় সুজয়ের স্বর। সাউন্ডপ্রুফ ঘরে ENT-বিশেষজ্ঞদের তত্ত্বাধানে কন্ঠস্বর সংগ্রহ। এবার ফরেনসিক ল্যাবে নমুনা। আদালতেও রিপোর্ট।
ইডির মোক্ষম চাল। বেগতিকে সুজয়কৃষ্ণ ভদ্র। টানটান ড্রামার পর শেষমেশ দিতেই হল কণ্ঠস্বরের নমুনা। অ্যাম্বুল্যান্সে রাতেই জোকা ESI-এ। টালবাহানার পর ভয়েস স্যাম্পেল সংগ্রহ। পরে ফের SSKM-এ কালীঘাটের কাকু।