West Bengal News LIVE Update: বদলের বাংলাদেশে ফের হিন্দু বিদ্বেষ! জোর করে পদত্যাগ প্রধান শিক্ষককে...

Fri, 10 Jan 2025-10:46 am,

West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES- 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • SLST Death: SLST চাকরি হারা ধর্নামঞ্চের অন্যতম সদস্য প্রশান্ত দাস প্রয়াত। বয়স হয়েছিল ৩৭ বছর। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বাড়ি। ২৭ ডিসেম্বর থেকে ওয়াই চ্যানেলে ধর্না চলছে। ধর্নায় একাধিক দিন অংশ নিয়েছিলেন। ২ জানুয়ারি বিকাশ ভবন অভিযানে ছিলেন। হাইপার টেনশন থেকে অস্বাভাবিক রক্তচাপ ওঠানামা শর্করা ওঠানামা। বাজারে প্রচুর দেনা। চাকরি নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা। তার জেরেই গুরুতর অসুস্থ বোধ করেন বলে আন্দোলনকারীদের দাবি। তমলুক হাসপাতালে পরশু বিকেলে ভর্তি করা হয়। রাতেই কার্ডিয়াক অ্যারেস্ট। তারপর শেষ রাতে মৃত্যু। শিক্ষা দফতর এই মৃত্যুর দায় এড়াতে পারেনা। দাবি আন্দোলনকারীদের। বিকেল সাড়ে ৪ টায় মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন।

  • Purulia: আজ পুরুলিয়া জেলার তাপমাত্রা নামলো ৭ ডিগ্রীতে । কনকনে শীতের আমেজ পুরুলিয়ায় । ঠান্ডায় জুবুথুবু অবস্থা সাধারন মানুষের। ঠাণ্ডা থেকে রেহাই পেতে সকালের দিকে রাস্তাঘাটে আগুন পোহাচ্ছেন সাধারন মানুষ । আজ সকাল থেকে কুয়াশাচ্ছন্ন রয়েছে রাস্তাঘাট । দৃশ্যমান্যতা কম থাকায় লাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছেন চালকেরা। প্রাতঃভ্রমণে বেরিয়ে শীতের আমেজ উপভোগ করছেন সাধারন মানুষ । জেলার বিভিন্ন পর্যটন স্থান গুলোতে পর্যটকদের ঠাসা ভিড় রয়েছে। রাতের দিকেও কনকনে শীত অনুভূত হচ্ছে জেলায়।

  • Jalpaiguri: গাঁজা চাষে অভিনব পন্থা। বাড়ির ভেতরেই চারিদিক ত্রিপল দিয়ে ঢেকে রমরমিয়ে চলছিল গাঁজার চাষ। দেখে পুলিশেরও চক্ষু চড়কগাছ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সমস্ত গাঁজার গাছ কেটে পুড়িয়ে নষ্ট করলো ময়নাগুড়ি থানার আইসি র নেতৃত্বে বিরাট পুলিস বাহিনী।এধরনের বেআইনি গাঁজা চাষে লাগাতার অভিযানে ময়নাগুড়ি থানার পুলিসের।

  • Canning: উনুনের আগুনে পুড়ে গুরুতর জখম হলেন এক বধু। সকালে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত ৪ নম্বর সোনাখালি গ্রামে।বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় ওই বধু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তাঁর শরীরের সত্তর শতাংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে উনুনে রান্না করছিলেন ছকিনা সেখ। খড়ের জ্বালানি দেওয়ার সময় আচমকা তাঁর কাপড়ে আগুন লেগে যায়।

  • Purulia: ১০ দিন পার। এখনও বাগে আনা গেলো না ঝাড়খণ্ডের জঙ্গলে প্রবেশ করা বাঘকে  ।বাঘের গলায় রেডিও কলার না থাকায় অবস্থান নিয়ে ধোঁয়াশায় রয়েছে ঝাড়খণ্ড বনবিভাগ । বাঘের গতিবিধি ও অবস্থান জানতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে ঝাড়খণ্ড বন দফতরকে। গত ১০ দিন ধরে ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসোঁওয়া বনবিভাগের চান্ডিল রেঞ্জ এলাকা, চৈনপুর, বালিডি জঙ্গল, দলমা রেঞ্জ, চৌকা রেঞ্জ সহ বিভিন্ন এলাকায় বাঘের পায়ের ছাপ মিলেছে । প্রতিদিনই নিজের অবস্থান পরিবর্তন করছে ওই বাঘ । 

  • Private Bus: হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে বাস মালিক সংগঠনের পক্ষে সওয়াল রাজ্যের। বয়সের কারণে বাস বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি। বয়সের বদলে ফিটনেস দেখেই হোক বাতিলের সিদ্ধান্ত। বয়স নিয়ে কেন্দ্র কে সহানুভূতিশীল হওয়ার আর্জি। কেন্দ্রের কাছে খসড়া পাঠাবে রাজ্য। শুধু বয়সের কারণে বাস বসিয়ে দিলে মার্চেই শহরে গায়েব হবে ১২০০ বাস। তাই বয়স নয়, দূষণ এবং আনুষঙ্গিক ফিটনেস কে গুরুত্ব দিক কেন্দ্র। বাস মালিক সংগঠনের আর্জি ১৫ এর বদলে বাতিলের বয়স বাড়িয়ে ২০ বছর করা হোক। এক সপ্তাহের মধ্যে সাপলিমেন্টেড এফিডেফিট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। পরবর্তী শুনানি ২১ জানুয়ারি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link