Bengali News Live Update: পদত্যাগ হেমন্ত সোরেনের, পরবর্তী মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন
ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ও কংগ্রেস বিধায়ক বান্না গুপ্তা সংবাদমাধ্যমে জানিয়েছেন, কংগ্রেস ও জোট হেমন্তের পাশে রয়েছে।
হাওয়ালা মামলায় আজ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। তাঁকে গ্রেফতারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না ঝাড়খণ্ড মুক্তি মোর্চ। এরকম এক পরিস্থিতিতে প্ল্যান বি তৈরি করে রেখেছে দল। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সূত্রে খবর, হেমন্ত সোরেন গ্রেফতার হলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে বসানো হতে পারে হেমন্তের স্ত্রী কল্পনা সোরেনকে।
Latest Updates
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ হেমন্ত সোরেনের। নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন চম্পাই সোরেন। ৭ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পরে সম্ভাবনা রয়েছে হেমন্তের গ্রেফতারিরও।
বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের তুলোধনা করেছেন। তাঁর প্রশ্ন, গত ১০ বছরে কোন গঠনমূলক কাজ করেছে বিরোধীরা? কেবল সংসদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।
জ্ঞানবাপী মসজিদে এবার প্রার্থনা করতে পারবেন হিন্দুরাও, অনুমতি বারাণসী আদালতের। আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈনের মতে, অচিরেই সেখানে হিন্দুরা পুজোআচ্ছা করতে পারবেন।
মালদহের ভালুকায় রাহুল গান্ধীর গাড়ির কাচ ভাঙা নিয়ে দুই রকম তত্ব অধীর চৌধুরী ও জয়রাম রমেশের মুখে। অধীর চৌধুরী বলেন, পেছন থেকে কেউ ঢিল মারতে পারে। অন্যদিকে, কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, কোনও দুষ্কৃতীর কাজ হতে পারে। ছোট ঘটনা। রাজ্য সরকারকে বদনাম করার জন্য এসব করা হতে পারে।
মালদায় আবারও একলা চলার বার্তা মমতার। মালদার সভায় মুখ্যমন্ত্রী বললেন, অনেক দল আছে, যারা ভোটের সময় কুহু কুহু করে আসে। আমরা একাই লড়ব। বিজেপিকে ভারতে যদি কেউ হারাতে পারে, তো সেটা তৃণমূল-ই পারবে। বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তৃণমূল।
বিহারের পর পশ্চিমবঙ্গে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা ঘিরে বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা মালদহে। মালদহের ভালুকায় ভাঙল রাহুলের গাড়ির কাচ।
ভোটের আগে মোদী সরকারের শেষ বাজেট। নতুন সংসদ ভবনে রাষ্ট্রপতির প্রথম অভিভাষণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন-
## আদিত্য মিশনে সাফল্য পেয়েছে ভারত।
## তিন তালাকের বিরুদ্ধে কড়া আইন সরকারের।
## জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ ঐতিহাসিক সিদ্ধান্ত।
## দীর্ঘ অপেক্ষার পর দেশে রামমন্দির হয়েছে।
## সবচেয়ে বড় সেতু অটল সেতু পেয়েছে দেশ।
## GST-এর মাধ্যমে এক দেশ এক কর চালু।
## গত ১০ বছরে বিশ্ব অর্থনীতির প্রথম পাঁচে ভারত।
## আরও সুরক্ষিত হতে চলেছে ডিজিটাল লেনদেন।
## মাইক্রো অর্থনীতি সুরক্ষিত করেছে ভারত।
## গত আর্থিক বছরে লক্ষাধিক আর্থিক সংস্থান।
## দিনে দিনে বাড়ছে স্টার্ট আপের সংখ্যা।
## বিশ্ব হেরিটেজ তালিকায় শান্তিনিকেতন বিশ্বভারতী।
## জি-২০ সম্মেলনে সফল ভারত।
## এক ভারত শ্রেষ্ঠ ভারতে পরিণত।সংসদে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু। তাঁর ভাষণের মধ্যে দিয়েই বাজেট অধিবেশন শুরু হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে শহরে ফিরে প্রমোটারের হাতে মার খেলেন প্রবাসী বাঙালি। জিষ্ণু নাথ নামে রবীন্দ্র সরোবর থানা এলাকার ওই ব্যক্তি জানান, বাড়ি মেরামতির জন্য চাঁদা চেয়েছিল স্থানীয় প্রমোচার। তা না দেওয়াতেই তার ভাই ও তার দলবল তাঁকে মেরেছে। মারের চোটে তার চোখ ফেটে গিয়েছে। থানায় এফআইআর করার পাশাপাশি এবার তিনি বিষয়টি জানাচ্ছেন মার্কিন কনস্যুলেটে।
সকাল ১১ টা নাগাদ মালদা পুলিস লাইনে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করবে। এরপর পুলিশ লাইন থেকে মালদা জেলা ক্রীড়া সংস্থা ময়দান পর্যন্ত পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। সকাল সাড়ে এগারোটা নাগাদ মালদা জেলা ক্রীড়া ময়দানে প্রশাসনিক সভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। তার আগে প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মালদা শহরকে। অন্যদিকে আজ আবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জড়ো ন্যায় যাত্রা। সব মিলিয়ে আজ সকাল থেকেই তুঙ্গে মালদার রাজনীতি।
বিহার থেকে আজ ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে মালদহে ঢুকবেন রাহুল গান্ধী। একটি সভা করার পাশাপাশি রোড শো করারও কথা রয়েছে রাহুলের।
কংগ্রেসের সঙ্গে চাপান উতোরের মধ্যেই আজ মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি পদযাত্রায় অংশ নেবেন। মুর্শিদাবাদে প্রশাসনিক সভা রয়েছে তাঁর।
গতকাল ছত্তীসগঢ়ের বিজাপুর-সুকমা সীমান্তে সিআরপিএফ ও কোবরা বাহিনীর উপরে হামলা চালিয়েছিল মাওবাদীরা। সেই হামলায় প্রাণ হারান ৩ সিআরপিএফ জওয়ান। আহত হন ১৪ জন। ওই হামলার পাল্টা অভিযানে নেমে মাটির নীচে মাওবাদীদের ডেরা ধ্বংস করল কোবরা বাহিনী।
হাড় কাঁপানো শীতের সম্ভাবনা আর নেই। জানিয়ে দিল আবহাওয়া দফতর। রাজ্যের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কেটে গেলে পারদ কতটা নামবে তা এখনই বলা যাচ্ছে না। তবে শুক্রবার বিকেল পর্যন্ত বৃষ্টি চলবে রাজ্যের একাধিক জায়গায়।
জমি কেলেঙ্কারি মামলায় এখনওপর্যন্ত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে ইডি। এদের মধ্যে রয়েছেন ২০১১ ব্যাচের আইএএস অফিসার ছবি রঞ্জন। মোট ৬০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি ইডির।