West Bengal News LIVE Update: লিভ-ইন পার্টনারের সঙ্গে রাত্রিবাস! গড়ফায় ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার দেহ...

Sat, 02 Nov 2024-12:30 pm,

একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে- উলুবেড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা! বাজি ফাটাতে গিয়ে মৃত ৩...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • Kolkata Deadbody Recover: লিভ-ইন পার্টনারের সঙ্গে রাত্রিবাস! গড়ফায় ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার দেহ। লিভ-ইন পার্টনারের সঙ্গে রাত্রিবাস! গড়ফায় ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার দেহ। গতকাল রাতেও লিভ-ইন পার্টনারের সঙ্গে ছিল মহিলা। কীভাবে মৃত্য়ু, জানতে লিভ-ইন পার্টনারকেই জিজ্ঞাসাবাদ পুলিসের। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

  • Alipurduar: আলিপুরদুয়ারের ফালাকাটায় শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের অভিযোগ। গণধোলাইয়ে অভিযুক্তের মৃত্যু। পুলিসকে ঘিরে বিক্ষোভ। ফালাকাটায় ধুন্ধুমার। 

  • Uluberia: আলোর উত্‍সবে উলুবেড়িয়ায় প্রাণঘাতী বাজি। বাজি জ্বালাতে গিয়ে আগুনে ঝলসে মৃত তিন শিশু। উলুবেড়িয়ার বাজারপাড়ার শোকের আবহ।  

  • RG Kar Protest: জুনিয়র ডক্টরস ফ্রন্টের তহবিল নিয়ে ফের তরজা। টাকা নির্যাতিতার মা-বাবাকে দেওয়ার দাবি জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের। পাল্টা কর্মসূচি ঘোষণা দেবাশিস-অনিকেতদের। বাড়ছে তহবিল-বিতর্ক। 

  • Coochbehar: রাজবংশী স্কুলে চাকরির টোপ দিয়ে টাকা তোলার অভিযোগ। গ্রেটার  কোচবিহার নেতা বংশীবদন বর্মনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব তৃণমূল। অভিযোগ অস্বীকার বংশীবদনের।  

     

  • Market Price Hike: কাল ভাইফোঁটার আগে সরগরম বাজারহাট। শহর থেকে জেলা কিছুটা বেড়েছে মাছের দাম। মোটের উপর একইরকম বাজারদর। দাবি বেশিরভাগ ব্যবসায়ীদের। কাল বাজার চড়া হওয়ার সম্ভাবনা।  

     

  • Weather Update: কালীপুজো, দীপাবলিতে রোদ ঝলমলে আকাশ। বৃষ্টিহীন উত্‍সব। আজ থেকেই ধীরে ধীরে নামতে শুরু করবে দিন ও রাতের তাপমাত্রা। কবে থেকে শীতের আমেজ? অপেক্ষায় বঙ্গবাসী। 

     

  • Jalpaiguri: চলছে উৎসবের মরসুম, কিন্তু অন্যদিকে রক্ত শূন্য ব্লাড ব্যাংক, চরম দুর্ভোগে থ্যালাসেমিয়া রোগীরা। হন্যে হয়ে রক্ত খুঁজছে রোগীর নিকট আত্মীয় স্বজনেরা। এমনই করুন দৃশ্য ওঠে এল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংকে। সারা বছর অভাব থাকলেও উৎসবের দিনগুলোতে রক্তের হাহাকার লেগেই থাকে জেলার একমাত্র ব্লাড ব্যাংকে।

  • Kolkata: দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে রণক্ষেত্র নারকেলডাঙ্গা। সংঘর্ষের জেরে আটকে পড়ে কালী প্রতিমার বিসর্জন মিছিল। এলাকায় একাধিক গাড়ি ভাঙচুর করা হয়, বলে অভিযোগ। অবরুদ্ধ হয়ে পড়ে নারকেলডাঙ্গা রোড। ঘটনাস্থলে আসে নারকেলডাঙ্গা থানার বিশাল পুলিস বাহিনী। এরপর দুই গোষ্ঠীকে হটিয়ে  দিতে পুলিস কাঁদানে সেলও ফাটায় বলে অভিযোগ। আরো জানা যায় ওই এলাকায়। দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক ইট ছড়াছড়ি হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। । গভীর রাত পর্যন্ত এই ঘটনা ঘটে।

  • Jalpaiguri: চা বাগানে লোহার তারে আটকে পড়ল চিতাবাঘ। ঘুমপাড়ানি গুলিতে কাবু করে চিতাবাঘটিকে উদ্ধার করে বন দপ্তর। ঘটনাটি ঘটে মালবাজার মহকুমার মেটেলির  দক্ষিণ ধুপঝোরা কায়েতপাড়া সংলগ্ন এলাকার একটি চা বাগানে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link