LIVE: বিশ্বকাপের সেমি ফাইনালে আজ মহারণ, ওয়াংখেড়েতে নিউ জিল্যান্ডের মুখোমুখি ভারত

Wed, 15 Nov 2023-2:21 pm,

ভারতের দুর্বলতার জায়গা বলা যেতে পারে রবিন্দ্র জাদেজার ফর্মে না থাকা ও হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি। এই দুটো জায়গা বাদ দিলে অপ্রতিরোধ্য ভারত

Latest Updates

  • জম্মু ও কাশ্মীরের ডোডায় নদীতে পড়ে গেল যাত্রীবাহী বাস। নিহত কমপক্ষে ২৫।

  • টসে জিতে ব্যাট করতে নামল ভারত।

  • মুম্বইয়ের হোটেল ট্রাইডেন্ট হোটেল থেকে টিম ইন্ডিয়ার বাসে উঠলেন রোহিতরা। গন্তব্য ওয়াংখেড়ে স্টেডিয়াম। হাটেলের বাইরে শয়ে শয়ে মানুষের ভিড়-উল্লাস। তাঁরা শুভকামনা জানাতে এসেছিলেন টিম ইন্ডিয়াকে।

  • বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে হল ফুসফুস প্রতিস্থাপন। পথ দুর্ঘটনায় শ্যামনগরের এক ২১ বছরের যুবকের ব্রেন ডেথের পর তার ফুসফুস প্রতিস্থাপন করা হল এক মহিলার দেশে। ১২১ দিন ধরে তিনি ছিলেন একমো সাপোর্টে।

  • হাসপাতালেই লুকিয়ে রয়েছে হামাস যোদ্ধারা। এমনই অভিযোগে গাজার সবচেয়ে বড় হাসপাতালে ঢুকে পড়ল ইজরায়েলি সেনা। রাষ্ট্রসংঘের দাবি ওই হাসপাতালে রয়েছেন ২৩০০ রোগী। এদের মধ্যে অধিকাংশ শিশু।
     

  • রাঁচিতে ভগবান বীরসা মুন্ডা মেমোরিয়াল পার্ক কাম ফ্রিডম ফাইটার মিউজিয়াম ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বৃহস্পতি-শুক্র ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শনিবার থেকে বৃষ্টি কমবে। রবিবার থেকে তাপমাত্র কমতে শুরু করবে দক্ষিণবঙ্গের।

     

  • রাস্তা আটকে চাঁদা তোলা ঠেকাতে গিয়ে ধুপগুড়িতে আক্রান্ত জলপাইগুড়ি অতিরিক্ত পুলিস সুপার গ্রামীণ ওয়াংদেন ভুটিয়া

     

  • মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ নিউ জিল্যান্ডের মুখোমুখি টিম ইন্ডিয়া। ২০১৯ সালে এই কিউইদের বিরুদ্ধে হেরেই ভারতের বিশ্বকাপের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছিল। একটানা ৯ ম্যাচ জিতে মনোবলের তুঙ্গে রয়েছে রোহিত ব্রিগেডের। অনেকে এই ম্যাচকে বদলার ম্যাচ বলেও মনে করছেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link