Bypoll Result 2024 LIVE Update: উত্তরবঙ্গে বড় ধাক্কা বিজেপির! সিতায়েই পাশাপাশি মাদারিহাট দখলে রাখল তৃণমূল...

Sat, 23 Nov 2024-1:36 pm,

West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES- 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • Bypoll Result 2024 LIVE: মাদারীহাটে ২৮ হাজারেরও কিছু বেশী ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় প্রকাশ টপ্পো। এদিকে ১ লক্ষ ৩০ হাজার ১৫৬ ভোটে জয়ী হলেন সিতাই উপনির্বাচনের তৃনমুল কংগ্রেস প্রার্থী সংগীতা রায়। হাড়োয়ায় দশম রাউণ্ডের শেষে  তৃণমূল  93,136 ভোটে এগিয়ে। 

  • Bypoll Result 2024 LIVE: শোকের ছায়া বিজেপি শিবিরে। জেলা পার্টির কার্যালয়ে বসে রয়েছেন বিজেপি সাংসদ মনোজ টিগ্গা সহ একাধীক বিজেপি বিধায়ক। মনোজের প্রতিক্রিয়া চুলচেরা বিশ্লেষন হবে দলে , কেন এমন ফল হল। জন বার্লার একনায়কতন্ত্র তত্ত্ব মানতে চায়নি মনোজ। দলের সিদ্ধান্ততেই সব হয়েছে । 

  • Bypoll Result 2024 LIVE: মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচন

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    দশম রাউন্ড

    তৃণমূল প্রার্থী এগিয়ে : ২২ হাজার ৪১৭ ভোটে।

    তৃণমূল প্রার্থী: ৭৪ হাজার ৬৭৩
    বিজেপি প্রার্থী : ৫২ হাজার ২৫৬
    সিপিআই প্রার্থী : ৬ হাজার ৪৭৩
    কংগ্রেস প্রার্থী : ১ হাজার ৬৬৩

  • Bypoll Result 2024 LIVE:  উত্তরে তৃণমূল এগিয়ে। মাদারিহাট উপনির্বাচন এবং সিতাই দুই আসনেই তৃণমূল অনেকটাই এগিয়ে। বিজয় উল্লাস তৃণমূল কর্মী সমর্থকদের। জলপাইগুড়ি ধুপগুড়ি তে তৃণমূল কর্মী সমর্থকরা সবুজ আবির উড়িয়ে মিষ্টি মুখ আনন্দ উল্লাস।

  • Bypoll Result 2024 LIVE:  মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচন

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    অষ্টম রাউন্ড

    তৃণমূল প্রার্থী: ৬৫ হাজার ১৬৮
    বিজেপি প্রার্থী : ৪৪ হাজার ১৩৬
    সিপিআই প্রার্থী : ৪ হাজার ৯৫৭
    কংগ্রেস প্রার্থী : ১ হাজার ২৭৬

    ,তৃণমূল প্রার্থী এগিয়ে : ২১ হাজার ৩২ ভোটে।

  • Bypoll Result 2024 LIVE:  মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচন

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    সপ্তম রাউন্ড

    তৃণমূল প্রার্থী: ৫৬ হাজার ৬০০
    বিজেপি প্রার্থী : ৩৮ হাজার ৪৮৩
    সিপিআই প্রার্থী : ৪ হাজার ২৭৭
    কংগ্রেস প্রার্থী : ১ হাজার ৭৬

    তৃণমূল প্রার্থী এগিয়ে : ১৮ হাজার ১১৭ ভোটে।

  • Bypoll Result 2024 LIVE: দশম রাউন্ডের গণনা শেষ। নৈহাটি বিধানসভা কেন্দ্রে ৪৮,৮৮৩ ভোটে জয়ী সনত্‍ দে।

  • Bypoll Result 2024 LIVE: মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচন

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ষষ্ঠ রাউন্ড

    তৃণমূল প্রার্থী: ৪৮  হাজার ৪৩৩
    বিজেপি প্রার্থী : ৩২ হাজার ৪৩৭
    সিপিআই প্রার্থী : ৩ হাজার ৭০৯
    কংগ্রেস প্রার্থী : ৯৬০

    তৃণমূল প্রার্থী এগিয়ে : ১৫ হাজার ৯৯৬ ভোটে।

  • Bypoll Result 2024 LIVE: সিতাইতে অষ্টম রাউন্ড শেষে ৮৪,০৫৪ হাজার ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস।

  • Bypoll Result 2024 LIVE: ৬ উপনির্বাচনে প্রথম জয়ের খবর। নৈহাটি আসন দখলে রাখল তৃণমূল। নৈহাটিতে জয় তৃণমূল কংগ্রেস প্রার্থীর। নবম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী সনৎ দে চুয়াল্লিশ হাজার ৫৯০ ভোটে এগিয়ে রয়েছে। আর বাকি মাত্র ১ রাউন্ড।

  • Bypoll Result 2024 LIVE: হাড়োয়ায় উপনির্বাচন পঞ্চম রাউণ্ডের শেষে 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    TMC - 60328
    ISF - 7731
    BJP - 1722
    CON - 687

    TMC 52597ভোটে এগিয়ে

  • Bypoll Result 2024 LIVE: মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচন

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    পঞ্চম রাউন্ড

    তৃণমূল প্রার্থী: ৪১  হাজার ১৮
    বিজেপি প্রার্থী : ২৭ হাজার ৩০২
    সিপিআই প্রার্থী : ৩ হাজার ৪০৩
    কংগ্রেস প্রার্থী : ৮১৮

    তৃণমূল প্রার্থী এগিয়ে : ১৩ হাজার ৭১৬ ভোটে।

  • Bypoll Result 2024 LIVE: সিতাইতে সপ্তম রাউন্ড শেষে ৭৪,৬৯৯ হাজার ভোটে এগিয়ে তৃনমুল কংগ্রেস

  • Bypoll Result 2024 LIVE: হাড়োয়ায় উপনির্বাচন চতুর্থ রাউণ্ডের শেষে 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    TMC - 48107
    ISF - 6441
    BJP - 1426
    CON - 558

    TMC 41666 ভোটে এগিয়ে

  • Bypoll Result 2024 LIVE: নৈহাটিতে তৃণমূল প্রার্থী সনৎ দে জয় নিশ্চিত।

  • Bypoll Result 2024 LIVE: নৈহাটিতে ৪০ হাজার ৪৩৬ ভোটে এগিয়ে অষ্টম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী সনৎ দে।

  • Bypoll Result 2024 LIVE: সিতাইতে ষষ্ঠ রাউন্ড শেষে ৬৭,৭৬৭ হাজার ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী।

  • Bypoll Result 2024 LIVE:  আলিপুরদুয়ার মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে চতুর্থ রাউন্ডে ১৯ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় প্রকাশ টোপ্পো।

  • Bypoll Result 2024 LIVE: হাড়োয়ার উপনির্বাচনে তৃতীয় রাউণ্ডের শেষে তৃণমূল ৩৩৯৪১ ভোটে এগিয়ে। তৃণমূলের শেখ রবিউল পেয়েছে   ৩৭৪৮০ ভোট  আই এস এফ পিয়ারুল ইসলাম পেয়েছে ৩৫৩৯  বিজেপি বিমল দাস  পেয়েছে ৮৫৬ আর কংগ্রেসের হাবিব রেজা পেয়েছে ৪০৩ টি ভোট।

     

  • Bypoll Result 2024 LIVE: হাড়োয়ায় তৃতীয় রাউণ্ডের শেষে তৃণমূল ৩৩,৯৪১ এগিয়ে।

  • Bypoll Result 2024 LIVE: মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচন

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    চতুর্থ রাউন্ড

    তৃণমূল প্রার্থী: ৩২  হাজার ৭৭৭
    বিজেপি প্রার্থী : ২১ হাজার ৩৭৯
    সিপিআই প্রার্থী : ২ হাজার ৮০৩

    তৃণমূল প্রার্থী এগিয়ে : ১১ হাজার ৩৯৮ ভোটে।

  • Bypoll Result 2024 LIVE: নৈহাটিতে সপ্তম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী সনৎ দে ৩৫ হাজার ৩৪৪ ভোটে এগিয়ে।

  • Bypoll Result 2024 LIVE: সিতাইতে পঞ্চম রাউন্ড শেষে ৬০৪৯৩ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস।

  • Bypoll Result 2024 LIVE: আলিপুরদুয়ার মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে তৃতীয় রাউন্ডে ১৬ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় প্রকাশ টোপ্পো।

  • Bypoll Result 2024 LIVE: হাড়োয়ার উপনির্বাচনে দ্বিতীয় রাউণ্ডের শেষে তৃণমূল ২৩,০৮৮ ভোটে এগিয়ে। তৃণমূলের শেখ রবিউল পেয়েছে ২৫,১১৫ ভোট। আইএসএফ-এর পিয়ারুল ইসলাম পেয়েছে ২০২৭। বিজেপির বিমল দাস পেয়েছে ৪৯২ আর কংগ্রেসের হাবিব রেজা পেয়েছে ২৫৯ ভোট।

  • Bypoll Result 2024 LIVE: সিতাইতে তৃতীয় রাউন্ডে শেষে চতুর্থ রাউন্ড শেষে ৫১ হাজার  ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস।

  • Bypoll Result 2024 LIVE: মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচন

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    তৃতীয় রাউন্ড

    তৃণমূল প্রার্থী: ২৪  হাজার ৫২৭
    বিজেপি প্রার্থী : ১৫ হাজার ৫৯৫
    সিপিআই প্রার্থী : ২ হাজার ৩৪৯

    তৃণমূল প্রার্থী এগিয়ে : ৮ হাজার ৯৩২  ভোটে।

  • Bypoll Result 2024 LIVE: নৈহাটি উপনির্বাচনে পঞ্চম রাউন্ডের শেষে ২৪ হাজার ৯১৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সনৎ দে।

  • Bypoll Result 2024 LIVE: হাড়োয়ায় দ্বিতীয় রাউন্ড শেষে তৃণমূলের শেখ রবিউল ইসলাম পেয়েছে ১৩,৬২৪ ভোটে। আর আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম পেয়েছে ৬৫১টি ভোট। এগিয়ে তৃণমূল ১২,৯৭৩ টি ভোটে দ্বিতীয় রাউন্ড চলছে।

  • Bypoll Result 2024 LIVE: আলিপুরদুয়ার মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে দ্বিতীয় রাউন্ডে ১০০০৫ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় প্রকাশ টোপ্পো।

  • Bypoll Result 2024 LIVE:  মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচন

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    দ্বিতীয় রাউন্ড

    তৃণমূল প্রার্থী: ১৬ হাজার ৪
    বিজেপি প্রার্থী : ১০ হাজার ১৬৮
    সিপিআই প্রার্থী : ১ হাজার ৩১১

    তৃণমূল প্রার্থী এগিয়ে : ৫ হাজার ৮৩৬  ভোটে।

  • Bypoll Result 2024 LIVE: সিতাইতে দ্বিতীয় রাউন্ডে শেষে প্রায় ২৯০০০ ভোটে এগিয়ে তৃনমুল কংগ্রেস।

  • Bypoll Result 2024 LIVE: নৈহাটিতে চতুর্থ রাউন্ডের শেষে ১৯ হাজার ৯০০ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী সনৎ দে।

  • Bypoll Result 2024 LIVE: হাড়োয়ায় দ্বিতীয় রাউণ্ড চলছে তাতে ১২,৯৭৩ ভোটে  তৃণমূল এগিয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে ISF।

  • আলিপুরদুয়ার মাদারীহাট বিধানসভা উপনির্বাচনে প্রথম রাউন্ডে ৫২০০ ভোটে এগিয়ে তৃনমুল কংগ্রেস। প্রথম রাউন্ড গণনা শেষে ১৫০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা।  

  • হাড়োয়ায় প্রথম রাউন্ডের শেষে তৃণমূল এগিয়ে। প্রায় সাড়ে ছ হাজার ভোটে এগিয়ে। তালডাংরা বিধানসভা, ফাল্গুনী সিংহ বাবু, এগিয়ে

  • শুরু হলো নৈহাটির ভোট গণনা। পোষ্টাল ব্যালটে তৃনমুল কংগ্রেস এগিয়ে। পোস্টাল ব্যালটে 450 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনৎ দে।

  • মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের আজকে ফলাফল ঘোষণা হবে। সর্বোচ্চ 17 রাউন্ড গণনা হবে। গণনার জন্য মোট কুড়িটি টেবিলের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে দুটো টেবিল থাকছে পোস্টাল ব্যালেট গণনার জন্য। মেদিনীপুর বিধানসভার মোট বুথের সংখ্যা ৩০৪ টি। তারমধ্যে গ্রামাঞ্চলে রয়েছে ১৪৬ টি এবং শহরাঞ্চলে রয়েছে 158 টি। প্রথমে গ্রামাঞ্চলের ভোট গণনা হবে।

  • Baruipur: রোগী মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে তাণ্ডব দু'ঘণ্টা ধরে। ভাঙচুর চালানো হয় হাসপাতালে গেটের কাচ থেকে শুরু করে চেয়ার টেবিল ভাঙচুর করা হয়েছে। এমনকি স্টোর রুমে ওষুধও মাটিতে ফেলে দেওয়া হয়েছে তিন নার্সকে মারধর করার অভিযোগ। ঘটনায় গ্রেফতার ২২জন।

  • Baruipur: জি ২৪ ঘণ্টার খবরের জের, অবশেষে খাল সংস্কারের কাজ শুরু হল রাতে। ইরিগেশন দফতরের তরফ থেকে এই খাল সংস্কারের কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। রাতে জি সি পি ও খাল সংস্কারের বিভিন্ন গাড়ি নিয়ে এসে এই খাল পরিষ্কার করা হচ্ছে। গাড়ির চালক জানায় ৬-৭ দিন লাগবে এই খাল পরিষ্কার হতে। স্থানীয় এক বাসিন্দা জানায় জি ২৪ ঘণ্টায় খবরটি দেখানো হয়েছিল তারপরেই এই খাল পরিষ্কার হচ্ছে ৪-৫ বছর পর। তারা চায় দ্রুত খালটি পরিষ্কার করা হোক। এই খালে জল জমে থাকলে বিশেষ করে বর্ষাকালে ওই এলাকায় জল দাঁড়িয়ে যায়। পরিষ্কার হয়ে গেলে তাদের সব দিক থেকে সুবিধা হবে।

  • Bypoll Result 2024: এবার রাহুলের সঙ্গে সংসদে দেখা যাবে বোন প্রিয়াঙ্কাকে? নজর ওয়েনাডে উপনির্বাচনের গণনায়। যোগীরাজ্যে নটি বিধানসভার উপনির্বাচনে জিতবে কে? উত্তর মিলবে আর কিছুক্ষণেই। 

     

  • Bypoll Result 2024: মহারাষ্ট্র-ঝাড়খণ্ডের মসনদে কে? মারাঠাভূমে এবার পালাবদল? নাকি ক্ষমতায় ইন্ডিয়া জোট? ঝাড়খণ্ডে ফের ক্ষমতায় ফিরবেন হেমন্ত সোরেন? নাকি বিজেপির প্রত্যাবর্তন? একটু পরেই শুরু গণনা।

  • Bypoll Result 2024: বাংলার ছয় কেন্দ্রে উপনির্বাচনের গণনা! পাল্লা ভারী কার? শেষ হাসি হাসবে কে? ছয়-শূন্য? নাকি গতবারের মাদারিহাট আসন ধরে রাখতে পারবে বিজেপি? তুঙ্গে জল্পনা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link