LIVE: পুজোর বাংলাতেও বিরামহীন ইডি, ফের লিপ্স অ্যান্ড বাউন্ডস যোগে নজর

Thu, 19 Oct 2023-2:03 pm,

ইজরায়েল সফরে গিয়ে প্রধানমন্ত্রী নেতেনিয়াহুকে সতর্ক করলেন বাইডেন। তাঁর হুঁশিয়ারি ৯/১১ হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নিয়েছে ঠিকই কিন্তু তার মধ্যে ভুলও ছিল।

ইজরায়েল সফরে গিয়ে প্রধানমন্ত্রী নেতেনিয়াহুকে সতর্ক করলেন বাইডেন। তাঁর হুঁশিয়ারি ৯/১১ হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নিয়েছে ঠিকই কিন্তু তার মধ্যে ভুলও ছিল।

Latest Updates

  •  পুজোর বাংলাতেও বিরামহীন ইডি। ফের লিপ্স অ্যান্ড বাউন্ডস যোগে নজর । কাল হাসপাতালে তথ্য তালাশের আগেই  চিঠি প্রেসিডেন্সি কর্তৃপক্ষকেও। কেন কবে  SSKM-এ স্থানান্তর সুজয়  ভদ্রকে? এজেন্সির প্রশ্নে জবাব জেলেরও।  

  • কামদুনির ঘটনায় হাইকোর্ট থেকে ছাড়া পাওয়া অভিযুক্তদের মুক্তি আটকালো না সুপ্রিম কোর্ট। তবে, তাদের জন্য একগুচ্ছ শর্ত আরোপ করল সুপ্রিম কোর্ট।

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ছাড়া পাওয়া অভিযুক্তরা রাজারহাট থানার ওসির অনুমতি ছাড়া থানার বাইরে কোথাও যাতায়াত করতে পারবেন না।
    ২) থানার বাইরে কোথাও যেতে হলে ওসির আগাম অনুমতি নিতে হবে।।
    ৩) প্রত্যেক মাসের প্রথম ও তৃতীয় মঙ্গলবার রাজারহাট থানায় গিয়ে হাজিরা দিতে হবে।
    ৪) পাসপোর্ট থানায় জমা রাখতে হবে।
    ৫) ঠিকানা বদল করলে আগাম জানাতে হবে।
    ৬) তারা যে মোবাইল ফোন ব্যবহার করবেন, সেই নম্বর ওসিকে জানাতে হবে।

    হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে রাজ্য সরকারের দায়ের করা মামলা শুনবে সর্বোচ্চ আদালত।

  • রাজ্যবাসীকে মহাপঞ্চমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। তাঁর এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও/ জননী এসেছে দ্বারে।

  • রাজ্যবাসীকে মহাপঞ্চমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। তাঁর এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও/ জননী এসেছে দ্বারে।
     

  • জেলে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন যুব তৃণমূল জেলা সভাপতি তথা জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান  সৈকত চ্যাটার্জী। শারীরিক অসুস্থতার  দরুন বুধবার রাতেই চিকিৎসার জন্য তড়িঘড়ি আনা হয় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ও হাসপাতালে। আপাতত হাসপাতালেই চিকিৎসাধীন তিনি।

  • জর্ডন ও মিশর সীমান্ত দিয়ে সেদেশে ঢোকার চেষ্টা করছেন প্যালেস্টাইনের শরনার্থীরা। কিন্তু তাদের ঢুকতে দিতে রাজি নয় দুদেশ। তবে জে বাইডেনের ইজরায়েল সফরের পর ত্রাণ প্যালেস্টাইনে ঢুকতে দিতে রাজি হয়েছে মিশর সরকার।

  • ইজরায়েল সফর সেরে জর্ডন সফরে যাওয়ার কথা ছিল বাইডেনের। কিন্তু সেখানকার নেতারা জানিয়ে দিয়েছেন তারা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে রাজি নন। পাশাপাশি তারা জানিয়ে দিয়েছে প্যালেস্টাইনের শরনার্থীদের তারা আশ্রয় দিতে রাজি নয়।
     

  • ইজরায়েল সফরে গিয়ে গাজা ও ওয়েস্ট ব্যাঙ্কের প্যালেসিটিনয়দের জন্য ১০ কোটি ডলার সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মার্কিন প্রসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি তিনি ইজরায়েলি সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে গাজায় মানবিক সাহায্য ঢুকতে দেওয়া হয়।

     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link