West Bengal News LIVE Update: ধর্মতলায় বেআইনি জমায়েত, জুনিয়রদের বিরুদ্ধে এবার মামলা পুলিসের!
Summary: West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে- ধর্মতলায় বেআইনি জমায়েত, জুনিয়রদের বিরুদ্ধে এবার মামলা পুলিসের!
Body: জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
Junior Doctor Protest: পুলিসের অনুমতি না থাকা সত্বেও ধর্মতলাতে জমায়েত জুনিয়র ডাক্তারদের। এবার বেআইনি জমায়ত এবং কর্তব্যরত পুলিস অফিসারেরর নির্দেশ অমান্যর অভিযোগে অজ্ঞাত পরিচয় উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলা রুজু করলো পুলিস। মামলা রুজু হেয়ার স্ট্রিট থানায়।
Jaynagar: উত্তপ্ত জয়নগরে তৃণমুল সাংসদ প্রতিমা মণ্ডলকে ঘিরে বিক্ষোভ, 'গো ব্যাক' স্লোগান! চতুর্থ শ্রেণীর নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তপ্ত গোটা জয়নগর, গ্রেফতার ১।
Jalpaiguri Weather: উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী ২৪ ঘণ্টায় কোচবিহার আলিপুর-সহ বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ-সহ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। শনিবার সকাল থেকেই জলপাইগুড়ির আকাশ মেঘলা বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়ে। হালকা হওয়া বইছে। গত কয়েকদিন তীব্র দাবদাহের পর স্বস্তির আবহাওয়া জলপাইগুড়িতে। ভোরের দিকে ঠান্ডা অনুভব জলপাইগুড়ি জেলা জুড়ে।
Jalpaiguri: পুজোর দিন গুলোতে পথচারী থেকে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক গাইড ম্যাপ প্রকাশ করলো জলপাইগুড়ি পুলিস। জলপাইগুড়ি জেলা পরিষদ সভা ঘরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই পুজো গাইড ম্যাপ প্রকাশ করা হয়।
Jaynagar: চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে জয়নগর থানা এলাকায়। দশ বছরের স্কুল ছাত্রী চতুর্থ শ্রেণির ছাত্রী। শুক্রবার দুপুর ২টা নাগাদ পড়তে যায় মহিশমারিহাট এলাকায়। বিকেলে বাড়ি ফেরার কথা থাকলেও ফেরেনি। সন্ধে হলে খোঁজ শুরু হয়। পরিবার পুলিসের কাছেও যায়। ঘটনার তদন্তে নেমে সিসিটিভির সুত্র ধরে এক যুবকের সঙ্গে তাকে সাইকেলে যেতে দেখা যায়।
RG Kar Protest: ফের নতুন করে আন্দোলনে জুনিয়র চিকিৎসারা। ধর্মতলায় রাতেই তৈরি করা হল ধর্নামঞ্চ। কাজ চলাকালীন হঠাৎই ডেকরেটার্স কর্মীরা পালিয়ে যায়। আন্দোলনকারীদের বক্তব্য পুলিশের হুমকির জেরে তারা পালিয়ে গিয়েছে। এরপর নিজেরাই ধর্ণামঞ্চ তৈরি করেন আন্দোলনকারীরা চিকিৎসকরারা। মধ্যরাত পর্যন্ত পুরো রাস্তা বন্ধ থাকলেও পরে একাংশ দিয়ে গাড়ি চলাচল শুরু করে। গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে।
Salt Lake: ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। প্রতিবেশী ব্যক্তির নাম সঞ্জয় হালদার। ঘটনা নিউটাউন যাত্রাগাছি বিবেকানন্দ পল্লি। অভিযুক্ত সঞ্জয় হালদারকে আটক করেছে নিউটাউন থানার পুলিস। অভিযুক্ত সঞ্জয় হালদারের বাড়ি ভাঙচুর চালায় প্রতিবেশিরা। ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিস।পুলিসকে ঘিরে বিক্ষোভ।এলাকায় ব্যাপক উত্তেজনা।