West Bengal News LIVE Update: লাইভ স্ট্রিমিং ছাড়া বৈঠক নয়! নবান্নে জুনিয়র ডাক্তাররা...

Thu, 12 Sep 2024-5:58 pm,

West Bengal News LIVE Update: জানা যাচ্ছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এখনওপর্যন্ত তিনটি জায়গায় ইডির যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • চাপের মুখে একাধিক শর্ত মেনে নিয়েছে সরকার। কিন্তু লাইভ স্ট্রিমিং শর্ত না মানলে বৈঠকে ঢুকতে নারাজ জুনিয়র ডাক্তাররা। নবান্নে আন্দোলনকারীদের ৩০ জন প্রতিনিধি। তাঁদের সকলের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তবে লাইভ স্ট্রিমিংয়ের শর্ত মানতে নবান্ন এখনও রাজি নয়। সূ্ত্রে খবর তেমনই।

  • Dumdum: সিঁথি ঘটনার পর সিভিক ভলান্টিয়ারদের মদ্যপান করে ডিউটিপ অভিযোগ নিয়ে কডা বার্তা দিয়েছিল কলকাতা পুলিস। এবার সব জেলা ইউনিটকে রাজ্য পুলিসের এডিজি আইনশৃঙ্খলার বার্তা। কর্তব্যরত অবস্থায় সিভিক ভলান্টিয়াররা মদ্যপান পান করছেন বলে অভিযোগ। কোনও পুলিস কর্মী সিভিক, হোমগার্ড, ড্রাইভার এ ধরণের আচরণ করছে কিনা নজর রাখার নির্দেশ। এ ধরনে আচরণ বরদাস্ত করা হবে না এবং কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওযা হয়েছে। 

  • Basirhat: সাত সকালে ব্যবসায়ীকের লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ অবস্থায় বসিরহাট সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি ব্যবসায়ী। ঘটনায় বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বসিরহাট ন্যাজাট মালঞ্চ রোডে চাঞ্চল্য।

  • Jalpaiguri: পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে  ১১দিন বাদে নিখোঁজ স্কুল ছাত্র ফিরে এল। গত ৩০ আগস্ট বাড়ি থেকে স্কুলে যাবার পথে আচমকাই নিখোঁজ হয়ে যায় ওদলাবাড়ি এলাকার বছর পনেরোর স্কুল ছাত্র রনিক রায়।  মা এদিক ওদিক খুঁজে না পেয়ে ডুয়ার্স এক্সপ্রেস মেল নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় মাল থানায় অভিযোগ করে।  পুলিস তল্লাশি শুরু করে। ফোন ট্র্যাকিং করে পুলিস জানতে পারে কিশোর রনিত কলকাতায় রয়েছে। পুলিস উদ্ধারের জন্য তৎপর হয়। এভাবেই গড়িয়ে যায় ১১টা দিন। বুধবার গোপন সুত্রে খবর পেয়ে, পুলিস জানতে পারে ওই ছাত্র কলকাতা থেকে  শিলিগুড়িতে এসেছে। এই খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রাজু নেপালী ওই ছাত্রের মা' এবং আত্মীয় স্বজন কে নিয়ে দ্রুত শিলিগুড়ি পৌঁছে যান। অবশেষে শিলিগুড়ি পিসি মিত্তল বাসস্ট্যান্ড এলাকা থেকে স্কুল ছাত্র রনিক কে উদ্ধার করে বিকেল নাগাদ মাল থানায় নিয়ে আসে।

     

  • Kharagpur: লরির ধাক্কায় মৃত্যু এক স্কুটি চালকের। যার জেরে রণক্ষেত্রের চেহারা নিল খড়্গপুরের নিউ ট্রাফিক এলাকা। মৃত ব্যক্তির নাম অর্জুন নায়েক, বাড়ি নিউ ট্রাফিক। অর্জুন যখন গাড়ি নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিল তখনই একটি ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়। এরপরে স্থানীয়রা প্রাক চালককে মারধর করে। তাকে উদ্ধার করতে গেলে পুলিসের উপরে হামলা চালায় জনতা। এই হামলায় টাউন থানার আইসি রাজীব পাল আহত হয়। এরপর বিশাল পুলিসবাহিনী এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খড়গপুর টাউন থানার আইসি ও ট্রাক চালক আপাতত খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি।

     

  • Alipurduar: মদের দোকানের দারোয়ানকে বেঁধে রেখে প্রায় ৯ লক্ষ টাকার বিদেশী মদ নিয়ে পালাবার সময় পুলিসের জালে তিনজন। ফালাকাটার কলেজ পাড়ার একটি মদের দোকান থেকে ওই মদ লুট করে দুষ্কৃতিরা। খবর পেয়ে ফালাকাটা থানার পুলিস অভিযানে নামলে ফালাকাটা থেকে কিছুটা দুরেই দুষ্কৃতীদের ধরে ফেলে পুলিস। উদ্ধার হয় লুট হয়ে যাওয়া মদ।

     

  • RG Kar Incident: আর জি কর দুর্নীতির তদন্ত সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চন্দন লৌহের বাড়ি হানা দিল ইডি। জানা যাচ্ছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এখনওপর্যন্ত তিনটি জায়গায় ইডির যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।

     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link