PM Modi LIVE: জল্পনা বাড়িয়ে মন্ত্রিসভার জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
LIVE: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুরু হচ্ছে লোকসভার বিশেষ অধিবেশন। একনজরে দেখে নিন সব থেকে বড় খবরগুলি শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।
Latest Updates
টানা ২ ঘণ্টা বৈঠকে হলেও আলোচনা বিষয়বস্তু কী ছিল তা জানা যায়নি। এনিয়ে প্রকাশ্যেও কিছু বলা হয়নি সরকারের তরফে।
সংসদের বিশেষ অধিবেশনের আগে সন্ধেয় জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী। রাজনৈতিক মহলের অনুমান ছিল আগামিকাল সংসদে ঘোষণার জন্য বড় কোনও ঘোষণার জন্য সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ভারত থেকে ৪ কোটি ডিম আমদানি করবে বাংলাদেশ।
ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেশন কমিটিতে নেই। দিল্লি যাওয়ার আগে এনিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, সিপিএমের যা অবস্থা তা তারাই বলতে পারবে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা সম মনোভাবপন্ন সব দলকে স্বাগত জানিয়েছি। এখন সিপিএম কী করবে তা তাদের ব্যাপার।
সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন মহিলারা: মোদী
এই সংসদ ভবনে আমরা করোনাকাল কাটিয়েছি। কষ্ট করে হলেও এসেছেন সাংসদরা। বার বার টেস্ট করতে হলেও কাজ থেমে থাকেনি: মোদী
দেশের বিজ্ঞানিদের শুভেচ্ছা জানাচ্ছি: মোদী
সমাজের সর্বস্তরের মানুষ আজ সংসদে: মোদী
সবকা সাথ, সবকা বিকাশ পথ দেখিয়েছে: মোদী
ভারতে সম্মেলন চলাকালীন G-20-তে যুক্ত হয়েছে আফ্রিকান ইউনিয়ন। এটা ভারতের কাছে গর্বের: মোদী
G-20-র সাফল্য গোটা দেশের: মোদী
বেদ-বিবেকানন্দের মধ্যে সেই সংস্কার: মোদী
এর কারণ আমাদের সংস্কার: মোদী
গোটা বিশ্ব ভারতের সঙ্গে মিত্রতা চাইছে: মোদী
প্রধানমন্ত্রীর ভাষণে চন্দ্রযানের সাফল্যের কথা। তিনি বলেন, ' নতুন ভবনে গেল, পুরনো ভবন প্রেরনা দেবে'।
তিনি বলেন, অধিবেশনের একটি বিশেষ দিক হলো দেশের ৭৫ বছরের যাত্রা নতুন করে শুরু হচ্ছে। তিনি বলেন, 'সারাদেশ জুড়ে পরিবেশ উদ্দীপনা এবং একটি নতুন আত্মবিশ্বাসে ভরা। অধিবেশনটি সময়কালের হিসেবে সংক্ষিপ্ত হতে পারে, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে, এটি তাৎপর্যপূর্ণ; এটি ঐতিহাসিক সিদ্ধান্তের একটি অধিবেশন'।
সংসদের বিশেষ অধিবেশনের আগে মিডিয়াকে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'ভারত চিরকাল G20 সম্মেলনে গ্লোবাল সাউথের প্রতিনিধিত্বকারী কণ্ঠস্বর এবং G20-এর স্থায়ী সদস্য হিসাবে আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্তির জন্য গর্ববোধ করবে। এই অর্জনগুলি ভারতের প্রতিশ্রুতিশীল ভবিষ্যৎ হিসেবে কাজ করে। এছাড়াও, গতকাল 'যশোভূমি' উদ্বোধন, একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, যা আমাদের দেশের অর্জনে আরেকটি মাইলফলক যোগ করেছে'।
গতকালই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। তারপরে আজ ফের বিস্ফোরক বিদ্যুৎ চক্রবর্তী। প্রাক্তনী থেকে আশ্রমিক রাবীন্দ্রিক দেরকে কার্যত জঞ্জাল বলে আক্রমণ করলেন বিদ্যু চক্রবর্তী।
ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ 'শান্তিনিকেতন'। 'এটা প্রত্যেক ভারতীয়র কাছে গর্বের', ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'আনন্দিত ও গর্বিত' মুখ্যমন্ত্রী। দলমত নির্বিশেষে শুভেচ্ছার প্লাবন!
'ইন্ডিয়া'-র সমন্বয় কমিটিতে বামফ্রন্টের না থাকার সিদ্ধান্ত প্রসঙ্গে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘আমরা আগেও বলেছিলাম এই ইন্ডি জোট মোটেও কোন স্যুটেবল জোট নয়। কারণ নীতি এবং আদর্শ এক নয়। শুধুমাত্র ক্ষমতার লোভে এরা একসঙ্গে হয়েছে। অতএব এই জোট চিরস্থায়ী হতে পারেনা’।
বিরোধীদের ইন্ডিয়া জোটে সমন্বয় কমিটিতে বামেদের অনুপস্থিতি ও পশ্চিমবঙ্গ এবং কেরালায় তৃণমূল ও কংগ্রেসের বিরুদ্ধে তাদের লড়াই নিয়ে তিনি বলেন, ‘জোটটা তো আপনাদের খবর করার জন্য লোককে দেখানো হয়েছে, জোট হবে না ঘোট হবে। আরও ভবিষ্যৎ আসুক কিন্তু এরা যারা পরস্পরবিরোধী স্বার্থের লোক তারা এক জায়গায় কি করে থাকতে পারে’।
বিশ্বকর্মা ও গনেশ পুজোর আমেজ কিছুটা মাটি হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিতে। আজ থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির স্পেল। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।